বইমেলার নতুন বই
এই বসন্তে বইমেলায়ও নিশ্চয় বসন্ত আসবে। এখন মেলায় প্রতিদিনই আসছে নিত্যনতুন বই। সেসব বইয়ের মধ্য থেকে কিছু বইয়ের খবরাখবর—
প্রবন্ধ, গবেষণা, ইতিহাস ও স্মৃতি
● তাজউদ্দীন আহমদের ডায়েরি: ১৯৪৯–৫০—তাজউদ্দীন আহমদ
প্রথমা প্রকাশন, দাম: ৫৫০ টাকা।
● ঊনসত্তরের গণ–অভুত্থান ও জনমুক্তির প্রশ্ন—সিরাজুল ইসলাম চৌধুরী
প্রথমা প্রকাশন, দাম: ৮০০ টাকা।
● আ মরি আহমদ ছফা—সলিমুল্লাহ খান
মধুপোক, দাম: ৬৫০ টাকা।
● গোলাম আম্বিয়া খান লুহানী: এক অজানা বিপ্লবীর কাহিনি—মতিউর রহমান
প্রথমা প্রকাশন, দাম: ৬০০ টাকা।
● আমিই রাষ্ট্র—আলী রীয়াজ
প্রথমা প্রকাশন, দাম: ৩২৫ টাকা।
● ড.মুহম্মদ শহীদুল্লাহ: অগ্রন্থিত চিঠিপত্র—তাঁর লেখা, তাঁকে লেখা—সম্পাদনা: আনিসুর রহমান
প্রথমা প্রকাশন, দাম: ৪৭০ টাকা।
● কাব্য ও নাট্য: কাব্যনাট্য—শান্তনু কায়সার
ঐতিহ্য, দাম: ৩৭০ টাকা।
● কাশফ—পারভেজ আলম
আদর্শ, দাম: ৬০০ টাকা।
● ফিলিস্তিন: একুশ শতকের উপনিবেশের ইতিহাস—সারোয়ার তুষার
ইউপিএল, দাম: ৬৫০ টাকা।
● জুলাই গণ-অভ্যত্থানের সাক্ষ্য—সম্পাদক : সাজ্জাদ শরিফ
প্রথমা প্রকাশন, দাম: ৪০০ টাকা।
● রুশ-ইউক্রেন যুদ্ধ: সত্য-মিথ্যার লড়াই—বদরুল আলম খান
বাতিঘর, দাম: ৪৮০ টাকা।
● সড়ক থেকে কর্মক্ষেত্র: বাংলাদেশের কাঠামোগত দুর্ঘটনা—কল্লোল মোস্তফা
প্রথমা প্রকাশন, দাম: ৩৫০ টাকা।
● সিলেটের ইতিহাস: ব্রিটিশ আমল—ফারুক আহমদ
ইউপিএল, দাম: ১১৫০ টাকা।
● লারমা ও লালডেঙ্গা : জুম্ম ও মিজোদের স্বশাসনের সংগ্রাম—আলতাফ পারভেজ
বাতিঘর, ৬৫০ টাকা।
● নানা চোখে জীবনানন্দ—ফয়জুল লতিফ চৌধুরী
কথাপ্রকাশ, দাম: ৭০০ টাকা।
● ‘গরম’ জলবায়ু ও গরম রাজনীতি—ফরিদা আখতার
আগামী, ৫০০ টাকা।
● সুফি দর্শন ও প্রেম: রুমি, কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানে—পুলিন বকসী
জ্ঞানকোষ, ৪৪০ টাকা।
● গণঅভ্যুত্থানের চিন্তাশিখা—মুসা আল হাফিজ
ঐতিহ্য, দাম: ২৭০ টাকা।
● হিমবেহালা কিংবা পিয়াস মজিদের কবিতা—নিয়াজ মাহমুদ
বেঙ্গল বুকস, ৩০০ টাকা।
● ছাত্র–জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ—আল মাসুদ হাসানউজজ্জামান
প্রথমা প্রকাশন, দাম: ৪৫৭ টাকা।
● পূর্ব বাংলার ভাষা—এবাদুর রহমান
ঐতিহ্য, ৮৫০ টাকা।
● সংকটকালের অর্থনীতি: সংস্কার ও উন্নয়ন—বিরূপক্ষ পাল
প্রথমা প্রকাশন, দাম: ৩৭৫ টাকা।
● স্বৈরতন্ত্র প্রতিরোধের পথ: রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন
প্রথমা প্রকাশন, দাম: ৪২০ টাকা।
● উন্নয়ন ও বিশ্বায়ন : দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ—রিজওয়ানুল ইসলাম
বাতিঘর, দাম: ৫০০ টাকা।
● তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন—মহিউদ্দীন আহমদ
প্রথমা প্রকাশন, দাম: ৫৮০ টাকা।
● মেমোরিজ অব ফ্যাসিজম—রিফাত হাসান
গ্রন্থিক, ৭০০ টাকা।
● ফ্যাসিবাদ ও বাংলাদেশ—মুস্তাফা মজিদ
আগামী, ৪০০ টাকা।
● সিনেমা টিনেমা—মানস চৌধুরী
গ্রন্থিক, ৯০০ টাকা।
● জুলাই জাগরণের দিনলিপি—ফাহমিদুল হক
আদর্শ, দাম: ৩২০ টাকা।
● ফিলোসফি ইজ ডেড—সৈকত আমীন
গ্রন্থিক, দাম: ১০৭০ টাকা।
● সংস্কৃতি: দ্বন্দ ও সমন্বয়—রাজীব সরকার
সৃজন, দাম: ২৫০ টাকা।
● সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান—আহম্মদ ফয়েজ
আদর্শ, দাম: ২০০০ টাকা।
● ৩৬শে জুলাই: গ্রাফিতির ভাষায় চব্বিশের গণঅভ্যুত্থান—মো. কাওসার হাসান
ইউপিএল, দাম: ২৪০০ টাকা।
● ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানাদিক—হাসান ফেরদৌস
প্রথমা প্রকাশন, দাম: ৪২০ টাকা।
● শত্রুভূমি থেকে সন্মুখ সমরে—বজলুল গনি পাটোয়ারী
প্রথমা প্রকাশন, দাম: ৩৮০ টাকা।
● সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ—শিমুল সালাহ্উদ্দিন
আগামী, দাম: ৯৯৭ টাকা।
উপন্যাস ও ছোটগল্প
● লাগে উরাধুরা—হাসনাত আবদুল হাই
ঐতিহ্য, দাম: ২৩০ টাকা।
● সময় বহিয়া গেল—আনোয়ারা সৈয়দ হক
প্রথমা প্রকাশন, দাম: ৪৫০ টাকা।
● পূর্ণসখা—হরিশংকর জলদাস
কথাপ্রকাশ, ৭০০ টাকা।
● নিশি ট্রেনের ভুত—আনিসুল হক
প্রথমা প্রকাশন, দাম: ২৮০ টাকা।
● মানচিত্র—শাহীন আখতার
বাতিঘর, দাম: ৩৬০ টাকা।
● সিক্রেট—আন্দালীব রাশদী
প্রথমা প্রকাশন, দাম: ২৫০ টাকা।
● নীল মাকখির চোখ—ফরিদ কবির
অন্যপ্রকাশ, দাম: ১০০০ টাকা।
● রূপকুমার ও হরবেলা সুন্দরীর অসমাপ্ত পালা—প্রশান্ত মৃধা
বেঙ্গল বুকস, দাম: ২৫০ টাকা।
● আনবাড়ী—লুনা রুশদী
কথাপ্রকাশ, দাম: ২৫০ টাকা।
● চনর্কি—কিযী তাহ্নীন
বাতিঘর, দাম: ৮০০ টাকা।
● প্রিজন ডিলাক্স ট্যুর—শাহ্নাজ মুন্নী
কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।
● দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি—আদনান মুকিত
প্রথমা প্রকাশন, দাম: ৪২৫ টাকা।
● অল–ইন—আলভী আহমেদ
বাতিঘর, দাম: ৪০০ টাকা।
● একটি বিষণ্ন রাইফেল—রায়হান রাইন
প্রথমা প্রকাশন, ৫৫০ টাকা।
● প্রেম প্রার্থনা মৃত্যু—মুরাদ কিবরিয়া
আদর্শ, দাম: ৯০০ টাকা।
● বিদ্ধাশ্রম হয়ে ওঠা কফিহাউসটি—অলাত এহসান
জ্ঞানকোষ, দাম: ৪০০ টাকা।
● কবরী—বিশ্বজিৎ চৌধুরী
প্রথমা প্রকাশন, দাম: ৫০০ টাকা।
● রূপ-নারানের কূলে—আহমাদ মোস্তফা কামাল
কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।
● শোধ—শিবব্রত বর্মন
প্রথমা প্রকাশন, দাম: ২৭৫ টাকা।
● সবগুলো অতিপ্রাকৃত এবং একটি প্রাকৃত—সালেহা চৌধুরী
বেঙ্গলবুকস, দাম: ৩০০ টাকা।
● জুলাইয়ের অশেষ পাখিরা—মঈন শেখ
ঐতিহ্য, দাম: ৩০০ টাকা।
● ভোর ও বারুদের গল্প—আশানুর রহমান
কথাপ্রকাশ, দাম: ৩০০ টাকা।
● তিতাসের বুনোহাঁস—মাসউদ আহমাদ
প্রথমা প্রকাশন, দাম: ৫৫০ টাকা।
● সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের—সাম্য রাইয়ান
ঘাসফুল, দাম: ৩৬০ টাকা।
● যেখানে সীমান্ত তোমার—খন্দকার স্বনন শাহরিয়ার
প্রথমা প্রকাশন, দাম: ৩৬০ টাকা।
● অন্য কাহন—আফতাব হোসেন
ঐতিহ্য, দাম: ৩৫০ টাকা।
কবিতা
● গাছ নেই, ছায়া পড়ে আছে—আশরাফ আহমদ
অন্যপ্রকাশ, দাম: ২৫০ টাকা।
● ওপরে ওঠার সিঁড়ি—মাহবুব কবির
বাতিঘর, দাম: ২৫০ টাকা।
● দায় ও দহনের বর্ণমালা—মতিন রায়হান
কথাপ্রকাশ, দাম: ৩০০ টাকা।
● রূপকথার রাস্তাঘাট—পিয়াস মজিদ
বেঙ্গল বুকস, দাম: ৩২০ টাকা।
● তবু আমরা জেগে থাকবো—আলতাফ শাহনেওয়াজ
ঐতিহ৵, দাম: ১৮০ টাকা।
● আগাছার ছায়ায় শুয়ে আছে বটগাছ—ফেরদৌস মাহমুদ
ঘাসফুল, দাম: ১৯৫ টাকা।
● গোল্ডফিশের কান্না—রওশন আরা মুক্তা
ঐতিহ্য, দাম: ১৮০ টাকা।
● মেমোরিজ অব ৩৩ জুলাই—রুম্মানা জান্নাত
ঐতিহ্য, দাম: ২০০ টাকা।
● কাগজের কান্না—সেঁজুতি জাহান
বৈভব, দাম: ৩৪০ টাকা।
● অধরা শহীদি মিছিল—মোহাম্মদ রোমেল
জ্ঞানকোষ, দাম: ২৮০ টাকা।
● আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা—হাসান রোবায়েত
ঐতিহ্য, দাম: ২২০ টাকা।
● জীবন কিংবা জিজ্ঞাসার জার্নাল—আহমেদ দীন রুমি
আদর্শ, দাম: ২০০ টাকা।
● ল্যাংস্টন হিউজের ‘কালো’ কবিতা—মাশরুর ইমতিয়াজ
বৈভব, দাম: ৩৬০ টাকা।
● মফস্বলীয় ইন্টেন্সিটি—সৈয়দা নীলিমা দোলা
ঐতিহ্য, দাম: ২৮০ টাকা।
● মাস্তুুলের জ্বর—নকিব মুকশি
ঘাসফুল, দাম: ২৬৫ টাকা।
● মাংশাসী ধুতুরার ঘ্রাণ—উম্মে রায়হানা
ঐতিহ্য, দাম: ২০০ টাকা।
অনুবাদ
● প্রগতিশীল উর্দু কবিতা—অনুবাদ : সফিকুন্নবী সামাদী
ইউপিএল, দাম: ৬৯০ টাকা।
● ছাব্বিশ দিন: দস্তইয়েফ্স্কির জুয়াড়ি লেখার আখ্যান—অনুবাদ: জাভেদ হুসেন
প্রথমা প্রকাশন, ৬০০ টাকা।
● ওয়ালীকে যেমন দেখেছি—অ্যান-মারি ওয়ালীউল্লাহ
বাতিঘর, দাম: ৮০০ টাকা।
● বব ডিলানের আত্মকথা—ভাষান্তর: শওকত হোসেন
বেঙ্গল বুকস, দাম: ৪৯৬ টাকা।
● আত্মগোপনে লেখা—অনুবাদ: অরুণ সোম
বাতিঘর, দাম: ৪৫০ টাকা।
● বিষয় দস্তইয়েফ্স্কি—অনুবাদ: মশিউল আলম
মাওলা ব্রাদার্স, দাম: ৪৫০ টাকা।
● ইউটোপিয়ার নৃবিজ্ঞান—অনুবাদ: আনন্দ অন্তঃলীন
কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।
● গ্লাডিয়েটর, জলদস্যু ও বিশ্বাসের খেলা—অনুবাদ: মৃদুল মাহবুব
আদর্শ, দাম: ৪০০ টাকা।
গ্রন্থনা: হুসাইন আহমদ