‘ঐশ্বরিয়া রাই’ লিখে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার পেলেন ভারতের সানজনা

সানজনা ঠাকুর

এ বছর কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক সানজনা ঠাকুর। ২৬ বছর বয়সী এই তরুণ লেখক বিশ্বের ৭ হাজার ৩৫৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন। পুরস্কারের অর্থমূল্য ৫ হাজার পাউন্ড। কমনওয়েলথ ফাউন্ডেশন নিউজিল্যান্ডের সাবেক পোয়েট লরিয়েট ড. সেলিনা তুসিতালা মার্শের সঞ্চালনায় সম্প্রতি এক অনলাইন অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

‘ঐশ্বরিয়া রাই’ গল্পের জন্য সানজনা ঠাকুরকে দেওয়া হয়েছে এ পুরস্কার। এটি এমন এক নারীর গল্প, যে মুম্বাইয়ের একটি আশ্রয়কেন্দ্রে ‘হবু মায়েদের’ খুঁজে বের করার চেষ্টা করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সানজনা ঠাকুর তাঁর গল্পটিকে ‘মুম্বাইয়ের গল্প’ হিসেবে অভিহিত করে বলেন, ‘২৬ বছর বয়সের মধ্যে ১০ বছর আমি এমন দেশে কাটিয়েছি, যে দেশটি আমার নয়, আমি ভারত থেকে এসেছি।’

সানজনা ঠাকুরের লেখায় বড় বৈশিষ্ট্য বিদ্রূপ, কটাক্ষ ও রসিকতা। কমনওয়েলথ পুরস্কারের এশিয়া অঞ্চলের বিচারক, ঔপন্যাসিক ও থিয়াম চিন সানজনার গল্পের প্রশংসা করে বলেন, ‘“ঐশ্বরিয়া রাই”–এর গদ্য ও জাদুবাস্তবতা পাঠককে মুগ্ধ করবে।’

সূত্র: কমনওয়েলথ ফাউন্ডেশন