জানুয়ারিতে প্রকাশিত হবে পোপের আত্মজীবনী ‘হোপ’

পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস তাঁর আত্মজীবনী লিখেছেন বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র​্যানডম হাউস (পিআরএইচ)। আত্মজীবনীর নাম ঠিক করা হয়েছে হোপ, যা আগামী বছরের জানুয়ারিতে বিশ্বব্যাপী প্রকাশিত হবে।

পোপ ও তাঁর বেছে নেওয়া সহলেখক ইতালীয় প্রকাশক কার্লো মুসো ছয় বছর ধরে বইটি নিয়ে কাজ করছেন। শুরুতে পরিকল্পনা ছিল তাঁর মৃত্যুর পর বইটি প্রকাশ করা হবে। কিন্তু ২০২৫ সালে জয়ন্তীর সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছে পেঙ্গুইন র​্যানডম হাউস।

আত্মজীবনীতে পোপ ফ্রান্সিসের পুরো জীবনকাহিনি উঠে আসবে। থাকবে তাঁর পূর্বপুরুষদের লাতিন আমেরিকায় অভিবাসন থেকে শুরু করে শৈশব, কৈশোর, পেশা ও প্রাপ্তবয়স্ক জীবনের গল্প।

সূত্র: গার্ডিয়ান