>জর্জ ফ্লয়েডকে কেন্দ্র করে বর্ণবাদের ঘটনায় ফুঁসছে আমেরিকা। করোনা মহামারি উপেক্ষা করে আন্দোলনে নেমেছেন সাদা-কালো সবাই। এর পরিপ্রেক্ষিতে কালো আমেরিকান নারী লেখকদের বেশ কিছু বই দারুণ আলোচিত হয়েছে। এর মধ্য থেকে তিনটি বইয়ের কথা জানাচ্ছেন হুমায়ূন শফিক
বিলাভড
লেখক: টনি মরিসন
টনি মরিসনের এই উপন্যাসের গদ্য অতি চমকপ্রদ। ১৯৮৭ সালে প্রকাশিত এই উপন্যাসে তিনি আফ্রিকান দাসত্বকে তুলে ধরেছেন। তাঁর বংশধরদের অভিজ্ঞতা কেমন ছিল, তাঁদের চরিত্রগুলো কতটা বিচিত্র ছিল এবং দাসত্বে তাঁরা কীভাবে বাধ্য হয়েছিলেন, এসব কিছুই এই বইয়ের মূল প্রতিপাদ্য।
দ্য টুয়েলভ ট্রাইবস অব হাট্টি
লেখক: আয়ানা ম্যাথিস
২০১২ সালের ডিসেম্বর মাসে বেরোনো এই উপন্যাস অরফান’স বুক ক্লাব ২.০-তে মনোনীত হয়েছিল। এখানে একটি কালো পরিবারের অভিবাসন, তাদের সন্তানদের দেশান্তর এবং নাতি-নাতনিদের অভিবাসন দারুণভাবে চিত্রিত হয়েছে।
কোল
লেখক: অদ্রে লোর্দ
১৯৭৬ সালে প্রকাশিত ‘কোল’ বইটি পাঁচটি শাখায় ভাগ করেছেন কবি অদ্রে লোর্দ। কবিতাগুলোর মাধ্যমে মূলত নিজের আত্মপরিচয় আবিষ্কার এবং বর্ণবাদের বিরুদ্ধে তীব্র আঘাত করেছেন। শেষে আরেকটা ভাগে লেসবিয়ানদের নিয়েও কথা বলেছেন কবি। অদ্রে লোর্দ মূলত বর্ণবাদের বিরোধিতা করেই লিখেছেন এই বই।