বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৫৮তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি অস্তিত্বের শিকড়। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, দার্শনিক, চিত্রশিল্পী, সুরকার, গীতিকার, গায়ক, অভিনেতা, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করে বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের রচয়িতা, যা বিশ্বে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
বাংলাদেশে বিশ্বকবির পদচারণা ছিল। তিনি জমিদারি তদারকির জন্য বাংলাদেশের নওগাঁ, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করেছেন। তাঁর শ্বশুরালয় খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচিতির কারণে তাঁকে নিয়ে ৩৪টি দেশ থেকে স্মারক ডাকটিকিট, ডাকটিকিটের শিটলেট, স্যুভেনির শিট, মিনিয়েচার শিট, উদ্বোধনী খাম, বিশেষ খাম, পোস্টকার্ড, অ্যারোগ্রাম ও বিশেষ সিলমোহর প্রকাশ করেছে। রবীন্দ্রনাথকে নিয়ে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় ভারত থেকে, ১৯৫২ সালের ১ অক্টোবর—যার মূল্যমান ছিল ১২ আনা। বাংলাদেশ ১৯৯১ সালের ৭ আগস্ট বিশ্বকবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো স্মারক ডাকটিকিট প্রকাশ করে, যার মূল্যমান ছিল ৪ টাকা। সেই ডাকটিকিটে রবীন্দ্রনাথের প্রতিকৃতি ও শিলাইদহ কুঠিবাড়ির ছবি স্থান পায়। সর্বশেষ ২০১১ সালের ৬ মে সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিটি ১০ টাকা মূল্যমানের ৪টি ডাকটিকিট ও ১০০ টাকা মূল্যমানের একটি স্যুভেনির শিট প্রকাশিত হয় বাংলাদেশ থেকে। ডাকটিকিটে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি, শাহজাদপুর কাচারিবাড়ি, দক্ষিণডিহি শ্বশুরবাড়ি, নওগাঁর পতিসর কাচারিবাড়ির ছবি স্থান পায়। এ ছাড়া স্যুভেনির শিটে ডাকটিকিটের ছবিগুলোর সঙ্গে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত স্থান পায়।
১৯৬১ সালে কবির জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ মে ভারত, ৮ মে রাশিয়া, ১৩ মে আর্জেন্টিনা, ২৮ জুলাই ব্রাজিল ও রুমানিয়া একটি করে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।
১৯৭১ সালে ভারত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। সে ডাকটিকিটে ছিল রবীন্দ্রনাথের ছবি।
১৯৭৩ সালে সুইডেন নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।
১৯৭৭ সালে কমরো দ্বীপপুঞ্জ রবীন্দ্রনাথের ওপর একটি স্মারক ডাকটিকিট, সেন্ট্রাল আফ্রিকা একটি স্যুভেনির শিট ও প্যারাগুয়ে রবীন্দ্রনাথের নামসংবলিত একটি স্যুভেনির শিট প্রকাশ করে।
১৯৭৮ সালে ভারত রবীন্দ্রনাথের আঁকা একটি ছবি দিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।
১৯৮২ সালের ৭ মে ভিয়েতনাম ও ৩০ ডিসেম্বর বুলগেরিয়া রবীন্দ্রনাথের ওপর একটি করে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।
১৯৮৭ সালের ২ জানুয়ারি ভারত ফিলাটেলিক প্রদর্শনী, WEBPEX-এর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য একটি বিশেষ খাম ও বিশেষ সিলমোহর প্রকাশ করে।
১৯৯২ সালের ৩ জুলাই মঙ্গোলিয়া নোবেল বিজয়ীদের ওপর একটি স্যুভেনির শিট প্রকাশ করে। শিটে মাদার তেরেসার ছবি স্থান পেলেও কয়েকজন নোবেল বিজয়ীর সঙ্গে রবীন্দ্রনাথের নামও স্থান পায়।
১৯৯৭ সালের ২ অক্টোবর ভেনেজুয়েলা ভারতের ৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ১০টি ডাকটিকিটের একটি শিটলেট প্রকাশ করে। শিটলেটে রবীন্দ্রনাথের ছবি স্থান পায়।
১৯৯৯ সালে কিরগিজস্তান রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর ছবিসংবলিত একটি ডাকটিকিট প্রকাশ করে।
২০০১ সালের ২৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত ভারতের শান্তিনিকেতনে অনুষ্ঠিত ডাকটিকিট প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত বিশেষ খাম ও বিশেষ সিলমোহরে রবীন্দ্রনাথ স্থান পান।
২০০২ সালের ২ অক্টোবর গান্ধীজয়ন্তী উপলক্ষে ভারত থেকে প্রকাশিত বিশেষ খামে রবীন্দ্রনাথ স্থান পান।
২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি ভারত বিশ্ব পদার্থবিজ্ঞান বর্ষ উপলক্ষে একটি বিশেষ খাম প্রকাশ করে। খামে রবীন্দ্রনাথ ও বিজ্ঞানী আইনস্টাইনের ছবি স্থান পায়।
২০০৮ সালে ভারত রবীন্দ্রনাথের জনপ্রিয় নাটক ‘ডাকঘর’ এর ওপর একটি স্যুভেনির শিট প্রকাশ করে। এ বছর ২৫ মার্চ বাংলাদেশ স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে একটি উদ্বোধনী খাম প্রকাশ করে। খামে রবীন্দ্রনাথের লেখা আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ স্থান পায়।
২০০৯ সালে গিনি বিসাউ রবীন্দ্রনাথের ওপর ৪টি ডাকটিকিট ও একটি স্যুভেনির শিট প্রকাশ করে। একই বছর চীন রবীন্দ্রনাথের ওপর ১৯১টি পোস্টকার্ড প্রকাশ করে।
২০১০ সালের জানুয়ারি মাসে ব্রিটেন রবীন্দ্রনাথের ওপর একটি শিটলেট প্রকাশ করে। একই বছর থাইল্যান্ড একটি শিটলেট এবং গিনি বিসাউ একটি শিটলেট প্রকাশ করে।
২০১১ সালে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ, ভারত, টুভালু, উরুগুয়ে, শ্রীলঙ্কা, মোজাম্বিক, টোগোলাইজ, গিনি বিসাউ, গিনি ও ভুটান স্মারক ডাকটিকিট, শিটলেট, স্যুভেনির শিট প্রকাশ করে। এ ছাড়া চীন ২১টি পোস্টকার্ড প্রকাশ করে।
২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি সিয়েরা লিওন রবীন্দ্রনাথের ওপর ২টি স্যুভেনির শিট, ১৫ আগস্ট নাইজার একটি স্যুভেনির শিট, ১০ নভেম্বর সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে একটি স্যুভেনির শিট প্রকাশ করে।
২০১৭ সালে ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) আয়োজিত ডাকটিকিট প্রদর্শনী PABEX 2017 উপলক্ষে প্রকাশিত বিশেষ খামে রবীন্দ্রনাথ স্থান পান।
২০১৯ সালের ৮ মার্চ পিএবি আয়োজিত ফিলাটেলিক ট্যুর উপলক্ষে প্রকাশিত বিশেষ খামে রবীন্দ্রনাথ ও তাঁর স্মৃতিবিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ির ছবি স্থান পায়।
এ ছাড়া স্কটল্যান্ড একটি শিটলেট ও হাঙ্গেরি একটি স্যুভেনির শিট প্রকাশ করে।
জন্মদিনে আজ বিশ্বকবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আশা করি আগামী দিনে অন্যান্য দেশ এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের ওপর আরও স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।
লেখক: ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)-এর সাধারণ সম্পাদক