বিশ্বজোড়া তোমার নাম
বাংলাদেশে জন্ম তোমার, বাংলাদেশ
তোমার ঘর
বাংলা তোমার তুমি বাংলার, তুমি
বাংলার মুজিবর;
তোমার মতো আর কে আছে আপন
দেশের প্রাণ
বাঙালির তুমি হৃদয়ে হৃদয়ে
শেখ মুজিবুর রহমান,
বিশ্বজোড়া তোমার নাম, তোমার
কীর্তি বিশ্বময়
পদ্মা–মেঘনা–যমুনা সতত গাইছে জয়;
দেশের মাটিতে মিশে আছ তুমি, দেশের
মাটিতে হৃদয় পাতা
তোমার কীর্তি তোমার নাম কোটি কোটি
হৃদয়ে গাঁথা,
সারা বিশ্ব একনামে চেনে তুমিই
বাংলার মুজিবর
তুমি বন্ধু, তুমিই পিতা, তুমি বিশ্বে
চির–অমর।