'আমার সমাজতন্ত্র' প্রকাশনা উৎসব আজ
অর্থনীতিবিদ আজিজুর রহমান খানের সঙ্গে সমাজতন্ত্রের প্রত্যক্ষ পরিচয় ৪০ বছরের। তাঁর অভিজ্ঞতার সময়কালে সমাজতন্ত্রী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে। চীনা সমাজতন্ত্র রূপান্তরিত হয়েছে। কিন্তু এখনো সমাজতন্ত্র নিয়ে আশাবাদ রয়ে গেছে। আগের ভুলগুলো কী, এই মতাদর্শের ভবিষ্যৎ কী—এসব নিয়ে এখনো চলে তুমুল আলোচনা।
সমাজতন্ত্র নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি মলাটবন্দী করেছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের সাবেক এই অধ্যাপক। প্রথমা প্রকাশন বের করেছে আমার সমাজতন্ত্র: সমাজতন্ত্রের উত্থান, পতন ও ভবিষ্যৎ শীর্ষক বইটি। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় বইটির প্রকাশনা উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে।
প্রকাশনা উৎসবে লেখক আজিজুর রহমান খান বলবেন বইটি লেখার প্রেক্ষাপট ও তাঁর অভিজ্ঞতার কথা। আলোচনা করবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ ও শরমিন্দ নিলোর্মী।