অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত শাহ্নাজ মুন্নী
কবি ও কথাসাহিত্যিক শাহ্নাজ মুন্নী এ বছর অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। গল্প, উপন্যাস ও কবিতায় তাঁর অনন্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
পাক্ষিক অনন্যা ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, বিশেষ অতিথি কথাসাহিত্যিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামীম কামরুল হক।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি জানিয়ে শাহ্্নাজ মুন্নী বলেন, ‘যেকোনো পুরস্কারই অনুপ্রেরণাদায়ক। অনন্যা সাহিত্য পুরস্কার পাওয়ার অনুভূতি... আসলে কী বলব! আমার ভালো লাগছে।’
গেল শতকের নব্বই দশক থেকে সক্রিয়ভাবে লেখালেখি করছেন শাহ্নাজ মুন্নী। পেশাজীবনে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত।