আমেরিকান মাঙ্গা পুরস্কার জিতল যাঁরা

শিনিচি সাকামোতোর #ডিআরসিএল মিডনাইট চিলড্রেন আমেরিকান মাঙ্গা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নতুন মাঙ্গার পুরস্কার জিতেছে। ২২ আগস্ট নিউইয়র্ক সিটির জাপান সোসাইটিতে এই অনুষ্ঠান হয়। #ডিআরসিএল মিডনাইট চিলড্রেন মূলত ব্রাম স্টোকারের ড্রাকুলা অবলম্বনে রচিত ও ভিজ মিডিয়া থেকে প্রকাশিত।

অ্যানিমে এনওয়াইসি ও জাপান সোসাইটি যৌথভাবে আমেরিকান মাঙ্গা অ্যাওয়ার্ড চালু করেছে। গত বছর উত্তর আমেরিকায় প্রকাশিত সেরা মাঙ্গাকে পুরস্কৃত করতে এই আয়োজন। ২৩ থেকে ২৫ আগস্ট নিউইয়র্ক সিটির জাভিটস সেন্টারে এই আয়োজন বসে।

অ্যানিমে এনওয়াইসি ইভেন্ট পরিচালক এম কে গুডউইন এক বিবৃতিতে বলেন, ‘এমন একটি আয়োজন করতে পেরে আমরা খুশি। আগামী বছরগুলোতেও এ আয়োজন অব্যাহত রাখতে চাই।’

প্রথম আসরে যেসব মাঙ্গা পুরস্কার পেয়েছে—সেরা নতুন মাঙ্গা #ডিআরসিএল মিডনাইট চিলড্রেন, সেরা চলমান মাঙ্গা সিরিজ ডেলিশিয়াস ইন ডাঞ্জিয়ন, ক্ল্যাসিক মাঙ্গার সেরা নতুন সংস্করণ নেইবারহুড স্টোরি, সেরা অনুবাদ উইচ হ্যাট অ্যাটেলিয়ার, সেরা লেটারিং লাইস ব্লেকসলি, সেরা পাবলিকেশন ডিজাইন অ্যাডাম গ্রানো।

বিশ্বব্যাপী কয়েক বছর ধরে মাঙ্গার বিক্রি আকাশছোঁয়া। চাহিদা বেড়েছে মার্কিন বাজারেও। তারপর এই পুরস্কার চালু হলো। 

সূত্র: পাবলিশার্স উইকলি

গ্রন্থনা: রবিউল কমল