আমার বাগান

আমি একটি বাগান করেছি। ফুলের নয়, আমার বাগানটি ফলের। আমার বাগানে আছে নানান রকমের ফলের গাছ। আমি প্রতিদিন বাগানের গাছে পানি দিই। বাগানের পরিচর্যা করি। বাগান পরিচ্ছন্ন রাখি। জানো তো, সুন্দর একটি বাগান বানানোর জন্য নিয়মিত যত্ন নিতে হয়। কাজটা বেশ কঠিনও। কঠিন বলেই পরিশ্রম হয় অনেক। পরিশ্রম বেশি হয় বলে মনটাও ভালো হয়ে যায়।

এটাও নিশ্চয়ই জানো, বাগানের সৌন্দর্যবর্ধনের প্রথম শর্তই হলো নিয়মিত পরিচর্যা। বাগানের গাছগুলোতে নিয়মিত পানি দিতে হয়। আগাছা পরিষ্কার করতে হয়। টবগুলো অপরিষ্কার বা ভাঙা রয়েছে কি না, দেখতে হয়। আমাদের বাগানের চারপাশে বেড়া দিয়েছি। বাগানের সৌন্দর্য বাড়াতে নানান রকম গাছ লাগিয়েছি আমি। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো, বাগান করেছি বলে টাটকা ফলমূল খেতে পারছি আমরা। আমার অবসর সময়ও বেশ ভালো কাটে। পরিবেশ সুন্দর হচ্ছে। সুন্দর পরিবেশের কারণে শরীর ও মন ভালো থাকে। এসব কারণেই বাগান করতে আমার অনেক ভালো লাগে। তোমার কি বাগান আছে? না থাকলে করে দেখো, অনেক আনন্দ পাবে।

চতুর্থ শ্রেণি, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর