ত্বকীর মৃত্যু দেখিয়েছে অঘোষিত শত্রুরা সুযোগ নিতে পারে: সুলতানা কামাল

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘ত্বকীর মৃত্যু আমাদের অত্যন্ত কঠিনভাবে, করুণভাবে চোখে আঙুল দিয়ে একটি জিনিস দেখিয়ে দিয়েছে; সেটা হলো, যারা আমাদের অঘোষিত শত্রু, তারাও সুযোগ নিতে পারে।’আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মানবাধিকার আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘শান্তি, সম্প্রীতি, মানবাধিকার এবং তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাসহ সব হত্যাকাণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, ‘মনে রাখতে হবে, আমরা আজকে সেই মানবতাবিরোধী অপরাধীদের বিচারের অবসান কেন দেখতে চাইছি। কেন নিষ্পত্তি করতে চাইছি। কারণ, ৪২ বছর ধরে নিষ্পত্তিহীন অবস্থা বাঁচিয়ে রেখে দুর্বৃত্ত ও যাদের বলা যায় সন্ত্রাসী, তাদের সুযোগ করে দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচার চাই না; আমরা তাদের বিচার এই কারণে চাই, আমরা যেকোনো অপরাধে তাদের অপরাধ অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ আইনে শাস্তি চাই।’ তিনি আরও বলেন, ‘এই বিচারের মাধ্যমে জাতি হিসেবে আমরা বিশ্বসম্প্রদায়ের কাছে পরিষ্কার করতে চাই, যেকোনো ধরনের অপরাধের অনুপাতে দেশীয় আইনে তার যে শাস্তি প্রাপ্য, তাকে তা দিতে চাই। যেকোনো ধরনের সন্ত্রাসী ও দুষ্টদের দমন এই সমাজে হতে হবে। এই ব্যাপারে কোনোভাবে আমরা আপস করব না।’ মতবিনিময় সভায় ত্বকী হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র থেকে গণতদন্ত কমিশন গঠনের দাবির ব্যাপারে সুলতানা কামাল বলেন, ‘গণতদন্ত কমিশন গঠন করা হবে কি না, সে বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর সিদ্ধান্ত নিতে হবে। তবে আমরা আপনাদের পাশে আছি।’মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, দৈনিক ‘খবরের পাতা’র সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।