ঘটনার সময় বিদেশে থাকার দাবি শামীম ওসমানের

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আবারও অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। আজ রোববার সাংবাদিকদের নিজের পাসপোর্ট দেখিয়ে তিনি দাবি করেন, তানভীর নিখোঁজ হওয়া থেকে শুরু করে তার লাশ উদ্ধার হওয়া পর্যন্ত পুরো সময়ই তিনি বিদেশে ছিলেন। তবে তিনি কখন থেকে দেশের বাইরে ছিলেন এবং কবে ফিরেছেন, তা জানাননি। এ বিষয়ে পরে জানাবেন বলে জানান। নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন হলে আজ বিকেলে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তানভীর হত্যাকাণ্ডের পর নিজের অবস্থান তুলে ধরতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করলেন শামীম ওসমান। এর আগে তিনি ১৮ মার্চ নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করেন।শামীম ওসমান বলেন, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজও হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত নন। উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তাঁদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে ভুল স্বীকার না করা হলে, আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামীম ওসমানের মেজো ভাই বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি এ কে এম সেলিম ওসমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ, বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বর্তমান সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।শামীম ওসমান বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও কিছু অতি বামপন্থী নেতা প্রথম থেকেই রাজনীতি করছেন। মেয়র সেলিনা হায়াত্ আইভী লাশের পাশে দাঁড়িয়ে আমাদের পরিবারকে দায়ী করে বক্তব্য রাখেন। অথচ ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি থানায় যে এজাহার দেন, তাতে কারও নাম উল্লেখ করা হয়নি। পরবর্তী সময়ে আমাদের জড়িয়ে পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্র দেন তিনি। পুলিশ সুপারের এ ধরনের অবগতিপত্র গ্রহণের কোনো সুযোগ নেই।’শামীম ওসমানের বক্তব্য সম্পর্কে রফিউর রাব্বি প্রথম আলো ডটকমকে বলেন, ‘গডফাদার মাফিয়া চক্রের কোনো অপরাধ করতে হলে তাদের ঘটনাস্থলে থাকতে হয় না। তারা নির্দেশ দিলেই কাজ হয়।’সেলিনা হায়াত্ আইভী বলেন, ‘শামীম ওসমান তানভীর হত্যার সঙ্গে জড়িত না থাকলে এত বিচলিত কেন? কেন তাঁকে সংবাদ সম্মেলন করে বলতে হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত না।’