আইভীর বিরুদ্ধে শামীম ওসমানের মানহানির মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান।মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার পরিপ্রেক্ষিতে শামীম ওসমানকে ‘খুনি’, ‘সন্ত্রাসী’ ও ‘গডফাদার’ বলে বক্তব্য দেয়ার অভিযোগে আইভীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার বিকেলে এ মামলা করা হয়।নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম যুগ্ম আদালতের বিচারক মুন্সী মশিউর রহমানের আদালতে শামীম ওসমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আগামী ৫ মে এ বিষয়ে জবাব দেয়ার জন্য আইভীকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে শামীম ওসমানের পক্ষে জেলা আইনজীবী সমিতির আবদুর রশিদ ভূঁইয়া, মাসুদুর রউফসহ দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, সিটি করপোরেশনের মেয়র আইভী গত এক মাসে গণমাধ্যমসহ বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনারে ত্বকী হত্যার ঘটনা নিয়ে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার, সন্ত্রাসের লালনকারী হিসেবে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে তাঁর (শামীম ওসমান) সমাজে যথেষ্ট মানহানি হয়েছে। দলীয় নেতা-কর্মীদের পরামর্শে আওয়ামী লীগের নেতা শামীম ওসমান এই মামলা দায়ের করেছেন। মানহানিকর বক্তব্য দেয়ায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘মামলার বিষয়টি আমি শুনেছি। কাগজপত্র এখনো হাতে পাইনি। মামলার কাগজপত্র হাতে পাওয়ার পর আইনগতভাবে তা মোকাবিলা করা হবে।’গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রত্যাহারের জন্য আইভীকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শামীম ওসমান।