শামীম ওসমানসহ পাঁচজনের আগাম জামিন মেলেনি

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ পাঁচজনের জামিন মেলেনি।আজ সোমবার শামীম ওসমানসহ পাঁচজন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আরজি জানান। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। আদালত জামিন না দেওয়ার কথা জানালে আবেদনকারীদের আইনজীবী আবেদন ফিরিয়ে নেন। অপর চারজন হলেন: অয়ন ওসমান, জহুরুল ইসলাম পারভেজ, মিজানুর রহমান ওরফে সুজন ও রাজীব দাস।আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহুরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহুরুল হক বলেন, গতকাল পাঁচজনের জামিনের আবেদন করা হয়। আজ আবেদন শুনানির জন্য তালিকায় ছিল। আদালত জামিন না দেওয়ার কথা বললে আবেদনকারীদের আইনজীবী তা ফিরিয়ে নেন। মৌখিকভাবে হয়রানি বা গ্রেপ্তার না করার আরজি করা হয়েছিল। তা-ও আদালত প্রত্যাখ্যান করেছেন। যোগাযোগ করা হলে আবেদনকারীদের পক্ষের আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, হয়রানি বা গ্রেপ্তার না করার জন্য আবেদন করা হয়। আদালত আবেদন ফেরত দিয়েছেন।নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী ৬ মার্চ নিখোঁজ হয়। এর দুই দিন পর ৮ মার্চ সকালে ১৭ বছরের এই কিশোরের মৃতদেহ পাওয়া যায় নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার নদীর নৌযান নোঙর করার খালের (হারবার) কাদা পানিতে। তানভীর এ বছর ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ওই দিনই ত্বকীর বাবা মামলা করেন। এতে কারও নাম উল্লেখ করা ছিল না। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে পুলিশের কাছে জমা দেন।