২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মিশিগানে ছয় সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়ছে

চার্চ, বার ও ঘরোয়া পার্টি আয়োজনের সংখ্যা বাড়ছে, তাই রাজ্যে করোনার সংক্রমণও বাড়ছে বলে জানিয়েছেন মিশিগানের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা জোনেইগ খালদুন। হারবার স্প্রিং, মিশিগান। ছবি: রয়টার্স
চার্চ, বার ও ঘরোয়া পার্টি আয়োজনের সংখ্যা বাড়ছে, তাই রাজ্যে করোনার সংক্রমণও বাড়ছে বলে জানিয়েছেন মিশিগানের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা জোনেইগ খালদুন। হারবার স্প্রিং, মিশিগান। ছবি: রয়টার্স

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। টানা ছয় সপ্তাহ ধরে এই সংক্রমণ বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ২০ জুলাই রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। আর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৮৯ জনের।

গত সপ্তাহে মিশিগানে করোনায় সংক্রমিত মোট মানুষের সংখ্যা ছিল ৪ হাজার ২৩২। গত নয় সপ্তাহের মধ্যে এটা ছিল সর্বোচ্চ। গত ১৭ মের পর এটাই সর্বোচ্চ করোনা পজিটিভ মানুষের সংখ্যা। তবে মৃত মানুষের সংখ্যা তুলনামূলক কম। মার্চের পর গত সপ্তাহেই সর্বনিম্ন ৫০ জনের প্রাণ গেছে।

মিশিগান স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ১৫২ জনের। আর মৃত্যু হয়েছে ছয় হাজার ১২৬ জনের। অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কম। দুই সপ্তাহ আগে ছিল ৪৩ শতাংশ। ১৭ জুলাই হাসপাতালে করোনায় সংক্রমিত রোগী ভর্তি ছিল ৪৫২ জন। এর মধ্যে ২০৯ জনের অবস্থা সংকটাপন্ন এবং ১০২ জন ভেন্টিলেটরে। মধ্য এপ্রিলে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল দৈনিক ৩ হাজার ৯০০ জন। গত সপ্তাহে করোনা পরীক্ষার ৩ দশমিক ৫ শতাংশ ছিল পজিটিভ। এর আগের সপ্তাহে ছিল ৩ দশমিক ৪ শতাংশ।

রাজ্যের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা জোনেইগ খালদুন ১৯ জুলাই মিট দ্য প্রেসে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণ সম্পর্কে বলেছেন, চার্চ, বার ও ঘরোয়া পার্টি আয়োজনের সংখ্যা বেড়েছে। আবার অর্থনীতিও খুলে দেওয়া হয়েছে। এ জন্য সংক্রমণও বাড়ছে।