নুরুল ইসলামের মৃত্যুতে ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের শোক
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এ সম্পর্কিত পৃথক বিবৃতি ও শোকবার্তায় ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ আদনান ও সাধারণ সম্পাদক আবু সাদেক গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা বলেছেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন সফল মানুষ। তিনি যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, নির্মাণাধীন ম্যারিয়টস হোটেলসহ বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ, টয়লেট্রিজ, আবাসন ও ইলেকট্রনিকস সামগ্রীসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। একই সঙ্গে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো পাঠক ও দর্শক নন্দিত গণমাধ্যম পরিচালনা করেছেন। নুরুল ইসলামের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহসা পূরণ হওয়ার নয়।
এ ছাড়া পৃথক পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাছুম আহমদ, সহসভাপতি হাবিব ফয়েজি, শাহ আহমদ, সহসাধারণ সম্পাদক আফাজুর রহমান চৌধুরী, সোহেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম চৌধুরী, কার্যকরী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সুব্রত চৌধুরী, শাহেদুজ্জামান, মাওলানা আশরাফ আহমদ, ইকবাল ফেরদৌস, জুয়েল খান, আকমাম খান, মাকসুদ আলী, মিজানুর রহমান চৌধুরী, আবু জাহাঙ্গীর, মারুফ আহমদ, সামছুজ্জামান বাবর প্রমুখ। বিবৃতিতে তাঁরা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।