এক মিলিয়ন ডলার কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিলেন তিনি
আমেরিকায় রাস্তায় এক মিলিয়ন ডলারের দুটি ব্যাগ কুড়িয়ে পেয়েও তা পুলিশকে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভার্জিনিয়ার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ২৬ মে হাইওয়েছে।
লকডাউন শিথিল হওয়ায় ভার্জিনিয়ায় বসবাসরত এমিলি দুই সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে ২৬ মে লংড্রাইভে বের হন। এ সময় হাইওয়েতে একটি ব্যাগ
পড়ে থাকতে দেখে তা ময়লার ব্যাগ ভেবে গাড়িতে তুলে নেন এমিল। কিছু দূর গিয়ে ঠিক একই রকম আরেকটি ব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখেন। এই ব্যাগটিও গাড়িতে তুলে নেন। পুরো দিন ঘুরে বেড়িয়ে বাসায় ফিরে ব্যাগ দুটি গাড়ি থেকে নামিয়ে কৌতূহল বশত খুলে দেখেন। ব্যাগ খুলেই অবাক হয়ে যান তিনি। দুটি ব্যাগে মোট এক মিলিয়ন ডলার পাওয়া যায়।
এর পর দেরি না করে এমিলি স্থানীয় পুলিশ অফিসে ফোন দেন। ঘটনার বর্ণনা দিয়ে এক মিলিয়ন ডলারের ব্যাগ দুটি পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি। ব্যাগ দুটি ডাক বিভাগের বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।