আমেরিকায় করোনায় ২৫০ বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় আরও নয়জন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন তাসনিম নাওয়ার তমা (৩০), নুরুদ্দীন (৬৫), রাশেদা বেগম (৭৫), মোহাম্মদ হক (৮২), মাওলানা মুজাহিদ আলী (৭৬), আলতাফ হোসেন লনি (৭৬), কাজী মোহাম্মদ (৭৭) এবং মোহাম্মদ এ সামাদ (৭৪)। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত ২৫০ জন বাংলাদেশির মৃত্যু হলো।
করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে সংক্রমিত ও মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। রাজ্যে ৯ মে আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আমেরিকায় আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১ হাজার ৪১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আমেরিকায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮০ হাজার ৩৭।
ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, দেশটিতে নতুন করে ২৪ হাজার ৯৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯। নিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। এ অঙ্গরাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৭১ জনের। নিউইয়র্কের পরে সবচেয়ে বেশি করোনায় সংক্রমিত রোগী নিউ জার্সিতে। এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৫৭৯। মৃত্যু হয়েছে ৯ হাজার ১১৮ জনের। নিউইয়র্ক ও নিউ জার্সির পর সংক্রমণের হিসাবে তালিকার ওপরে রয়েছে ম্যাসাচুসেটস, ইলিনয়, ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, মিশিগান ও ফ্লোরিডা।
এদিকে সম্প্রতি হোয়াইট হাউসের অন্তত তিনজন কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এঁদের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারী, আরেকজন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা। এই ঘটনার পরেই ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত সহকারীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে কয়েক সপ্তাহের মধ্যে ওই কর্মকর্তা ইভানকা ট্রাম্পের কাছাকাছি যাননি।