অসহায় মানুষের পাশে ৩৫তম ফোবানার নেতারা

কমিউনিটির মানুষ ও তাদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ৩৫তম ফোবানা সম্মেলনের নেতারা।  ছবি: সংগৃহীত
কমিউনিটির মানুষ ও তাদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ৩৫তম ফোবানা সম্মেলনের নেতারা। ছবি: সংগৃহীত

মানবতার কল্যাণে ‘মানুষের জন্য মানুষ’ এই স্লোগান নিয়ে করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াল ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা।

বাংলা নববর্ষ ১৪২৭ সালের প্রথম দিন ১৪ এপ্রিল দিনভর বৃহত্তর ওয়াশিংটনপ্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৩৫তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল, সদস্যসচিব শিব্বীর আহমেদ, কো-কনভেনর মজনু মিয়া, সমন্বয়ক আওলাদ হোসেন, উপদেষ্টা সাদেক এম খান, অভ্যর্থনা কমিটির কো-চেয়ারপারসন জেবা রাসেল প্রমুখ।

বাংলাদেশি কমিউনিটির বাইরে স্প্যানিশ, চায়নিজ, ইথিওপিয়ানসহ বিভিন্ন কমিউনিটির মানুষ ও তাদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, মরিচ, করলা, খেজুর, বুট, মুড়ি ইত্যাদি।

বিভিন্ন কারণে যারা খাদ্য সামগ্রী গ্রহণের জন্য বাসা থেকে বের হতে পারেননি, তাঁদের ফোবানা নেতৃবৃন্দ বাসা বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ৩৫তম ফোবানা সম্মেলন। সম্মেলনের স্লোগান ‘নতুন প্রজন্মের অঙ্গীকার’। এই স্লোগানে সম্মেলনের ভেন্যু গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড। ২০২১ সালের ৩,৪ ও ৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩৫তম ফোবানা সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আহ্বায়ক জি আই রাসেল (২০২-৫৭৭-১৪০০) বা সদস্যসচিব শিব্বীর আহমেদের (২০২-৭০৫-৭৯০০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।