নিউইয়র্কে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া গিয়াস উদ্দিন, আবদুল মান্নান, আসাদ ইকবাল ও আবদুস সাত্তার শিকদার
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া গিয়াস উদ্দিন, আবদুল মান্নান, আসাদ ইকবাল ও আবদুস সাত্তার শিকদার

নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ চারজন হলেন গিয়াস উদ্দিন, আসাদ ইকবাল, আবদুল মান্নান ও আবদুস সাত্তার শিকদার। এ নিয়ে ১০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ ২ হাজার জন। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৪৭ জনের আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ হাজার ৩১৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫ জনের। এ সময়ে দেশটিতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৩৩ হাজার ৭৫২ জন। মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে বাংলাদেশি কারও না কারও নাম।

এখন পর্যন্ত শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৪৪ জনের। নিউ জার্সিতে ১ হাজার ৯৩২, মিশিগানে ১ হাজার ২৮১, ক্যালিফোর্নিয়ায় ৫৮৪, ম্যাসাচুসেটসে ৫৯৯, পেনসিলভানিয়ায় ৪৪৬, লুইজিয়ানায় ৭৫৫, ফ্লোরিডায় ৪১৯, ইলিনয়সে ৫৯৬, কানেটিকাটে ৪৪৮ ও ওয়াশিংটনে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।