একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, নিউইয়র্কের সভা
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টারের এক সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে করোনাভাইরাসের প্রকোপের কারণে ৫ এপ্রিল টেলি কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় সভায় নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সব বাঙালির জন্য এক শোকপ্রস্তাব গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ কুশলাদি বিনিময় করেন এবং এই দুর্যোগের সময় দীর্ঘদিন পর মতবিনিময় করতে পেরে স্বস্তি প্রকাশ করেন। নেতৃবৃন্দ করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আমেরিকায় বাংলাদেশিদের নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলাপ করেন এবং বাংলাদেশে এই ভাইরাসের প্রভাব ও জনসচেতনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সভায় বাংলাদেশে নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় ত্রাণকাজে সাহায্যের জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানানো হয়। সভা থেকে বলা হয়, যারা আর্থিক সাহায্য করতে চান, তাঁরা Zelle app-এর মাধ্যমে Shikrithy Barua অথবা ৬৪৬-৬২৯-৪২৮১ নম্বরে পাঠাতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ড. নুরুন নবী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ মোহাম্মদ উল্লাহ, শফী চৌধুরী হারুন, শহীদ হাসান, ডা. টমাস দুলু রায়, ড. শফিক ইসলাম, শীতাংশু গুহ ও নিনি ওয়াহেদ, সহসভাপতি মনির হোসেন, সহসাধারণ সম্পাদক শুভ রায়, সহসাধারণ সম্পাদক আহনাফ আলম, দপ্তর সম্পাদক রুপা খানম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সাংস্কৃতিক সম্পাদক সেমন্তী ওয়াহেদ, সদস্য ডানা ইসলাম প্রমুখ।