নিউইয়র্কে প্রথম করোনায় আক্রান্ত নারী এখন সুস্থ

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স

বিশ্বজুড়ে যখন করোনাভাইরাসে আতঙ্ক ঠিক তখনই কিছুটা আশার আলোর মুখ দেখল নিউইয়র্ক। আমেরিকায় সবচেয়ে করোনাভাইরাসে বেশি আক্রান্তের সংখ্যা নিউইয়র্ক শহরে। সেই শহরেই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নারী ভাইরাস মুক্ত হয়েছেন।

স্থানীয় সময় ১৮ মার্চ সকালে এক সংবাদ সম্মেলনে প্রথম রোগীর সুস্থতার খবর জানান নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

কুমো বলেন, ‘নিউইয়র্কের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নারী নিজ বাড়িতে থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ভাইরাস মুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক আশার খবর। ওই নারী ইরান থেকে নিউইয়র্কে এসেছিলেন। তিনি একজন স্বাস্থ্যকর্মী। স্বাস্থ্যকর্মী হিসেবে তিনি জানতেন কীভাবে নিজেকে সবার থেকে পৃথক করে রাখতে হয়। এ জন্য তিনি নিজে সচেতনভাবে কোনো গণপরিবহন ব্যবহার না করে নিজের গাড়িতে করে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে তিনি নিজেকে অন্যদের পাশ থেকে আলাদা করে রেখেছিলেন। সেই ৩৯ বছর বয়সী নারী ফেব্রুয়ারিতে ইরান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বামীকে নিয়ে ফিরে এসেছিলেন ম্যানহাটনে। কোনো হাসপাতালে ভর্তি না হয়ে জনবিচ্ছিন্ন থেকে নিজের বাড়িতে অবস্থান করেই সুস্থ হয়েছেন তিনি।’

এদিকে ওয়েস্টচেস্টার কাউন্টির প্রথম করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নির শারীরিক অবস্থা উন্নতির দিকে এমনটি জানিয়েছেন তাঁর স্ত্রী আদিনা লুইস। সামাজিক যোগাযোগের মাধ্যমে লুইস জানান, তাঁর স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কোমায় ছিলেন। কোমা থেকে ফিরে লরেন্স পরিবারের সঙ্গে ফেসটাইমে কথা বলেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় ১৫৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৬৪ জন।