সেরা সম্মেলন উপহার দেওয়ার প্রত্যয় ডালাস ফোবানার
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের (বান্ট) আয়োজনে ফোবানা সম্মেলন ২০২০-এর ‘কিক অফ পার্টি’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি আর্ভিং কনভেনশন সেন্টার অব লাস কলিনাস হলে ৩৪তম ফোবানা সম্মেলনের এ কিক অফ পার্টি অনুষ্ঠিত হয়। এ ভেন্যুতেই আসন্ন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
আর্ভিং কনভেনশন সেন্টার অব লাস কলিনাস হলে আগামী ৪-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৩৪তম ফোবানা সম্মেলন। এ উপলক্ষে একই ভেন্যুতে আয়োজন করা হয় এ কিক অফ পার্টির। ডালাস ফোবানার আয়োজক কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে বান্ট ও ফোবানা নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
আয়োজক কমিটির সদস্যসচিব বিশিষ্ট নারী নেত্রী নাহিদা আলী ডেইজির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার নির্বাহী চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, নির্বাহী সম্পাদক ড. আহসান চৌধুরী, আয়োজক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান রেহান রেজা, জাহিদ হোসেন, কবির কিরণ, মইন উদ্দিন দুলাল এবং সদস্য ও ২০২১ ওয়াশিংটন ফোবানার আহ্বায়ক জি আই রাসেল, ২০২১ ওয়াশিংটন ফোবানার সদস্যসচিব শিব্বীর আহমেদ, ফোবানার উপদেষ্টা মোহাম্মদ আলমগীর ও নুরুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২০ ডালাস ফোবানার আহ্বায়ক হাসমত মবিন।
অনুষ্ঠানে ২০২০ সালে ডালাসে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনকে সব দিক থেকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩৩টি ফোবানা সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি সম্মেলনে যুক্ত হয়েছে নতুন নতুন ইভেন্ট। ফোবানা নিয়ে প্রবাসীদের প্রত্যাশা আগের চেয়ে বেড়েছে। এই সম্মেলন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা সারা বছর ব্যস্ত থাকেন। ফোবানার শিক্ষাবৃত্তিসহ নানা কার্যক্রম থেকে উপকৃত হচ্ছেন অনেকেই।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল তহবিল সংগ্রহ কার্যক্রম। ফোবানার চেয়ারম্যান শাহ হালিম পর্বটি সমন্বয় করেন। এ পর্বে বিভিন্ন পক্ষ থেকে মোট ৮৫ হাজার ডলারের তহবিলের প্রতিশ্রুতি পাওয়া যায়। এ নিয়ে ডালাস ফোবানার জন্য ১ লাখ ১ হাজার ডলার তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা একটি মাইলফলক।
আয়োজক কমিটির সদস্যসচিব নাহিদা আলী বলেন, মোট আড়াই লাখ ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে আয়োজক কমিটি। একটি মানসম্পন্ন ফোবানা সম্মেলন উপহার দেওয়াই মূল লক্ষ্য। এ জন্য বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞদের সমন্বয়ে কাজ করা হচ্ছে। আয়োজনের বিষয়ে সবকিছু জানাতে কিছুদিনের মধ্যেই একটি ওয়েবসাইট চালু করা হবে। চিফ পেট্রন হিসেবে থাকছেন রায়হান চৌধুরী ও চিফ কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন মনসুর চৌধুরী। সম্মেলনের টিকিট মূল্য ৩০ থেকে ১০০ ডলারের মধ্যে নির্ধারণ করা হচ্ছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশে ও মার্চে নিউইয়র্কে অনুষ্ঠেয় প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে ডালাস ফোবানার আহ্বায়ক হাসমত মবিন বলেন, একটি সেরা সম্মেলন উপহার দিতে একযোগে কাজ করছে ডালাস ফোবানার আয়োজন-সংশ্লিষ্টরা। এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আসন্ন ফোবানা সম্মেলনে আর্ভিং সেন্টারের চারটি ফ্লোরই ব্যবহার করা হবে; থাকবে নতুন নতুন ইভেন্ট। এবার ফোবানার কেন্দ্রীয় ইয়ুথ কমিটির সঙ্গে আয়োজক কমিটির ইয়ুথ কমিটির সমন্বয় ঘটানো হবে।
ডালাসের স্থানীয় সংগঠক রানা ওয়াদুদ বলেন, ‘আমাদের আন্তরিকতার অভাব নেই। কনভেনশন হল ও নিকটবর্তী দুটি হোটেলে অতিথিদের থাকার ব্যবস্থা করা হবে।
৩৫তম ওয়াশিংটন ফোবানার আহ্বায়ক জি আই রাসেল ও সদস্যসচিব শিব্বীর আহমদ ডালাস ফোবানার সাফল্য কামনার সঙ্গে সঙ্গে ৩৫তম ফোবানা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন । একই সঙ্গে ডালাস ফোবানায় ওয়াশিংটন ফোবানা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও ঘোষণা দেন তাঁরা।
অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব কমার্স ইউএসএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাসুদ চৌধুরী, ডালাস বাংলা থিয়েটারের প্রেসিডেন্ট আনিসুজ্জামান খান, বিআইপিএএমের প্রেসিডেন্ট ফরহাদ হোসাইন, রূপসী বাংলা রেডিওর সিইও নুর ইয়াহিয়া, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি দাউদ ভূঁইয়া, টেক্সাস বিএনপির খালেদ শাহনেওয়াজ, বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশনের সদস্য রুজি আফরোজ, বঙ্গ ইয়ুথের জিল্লুল হক, রিদমের জিন্টু সরকার, রূপসী বাংলা রেডিওর আর জে রাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
সব শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিক অফ পার্টির সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক পর্বে অংশ নেন শেখ রশিদ লিমন, মাফিয়া মিথি, জুলিয়ান, ওয়াফি ও আদিবা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিম। কোরআন তিলাওয়াত করেন সাদাত রাহমান।