সীমান্তে এক মাসে আটক ৩২ হাজার ৮৫৮ অবৈধ অভিবাসী
গত বছরের ডিসেম্বরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ৩২ হাজার ৮৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন বর্ডার পেট্রল।
গত সাত মাস ধরে আমেরিকার সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এ কঠোর অবস্থানের কারণে আমেরিকা-মেক্সিকো সীমান্তে দিয়ে অবৈধ অভিবাসী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে কমেছে।
ওয়ালস্ট্রিট জার্নালের তথ্যমতে, গত মে মাস থেকে সীমান্তে অভিযানের তীব্রতা বাড়ানো হয়। এতে করে আমেরিকায় অবৈধ অভিবাসীদের প্রবেশের হার ৭৫ শতাংশ কমে এসেছে। একই সময়ে বর্ডার পেট্রল এজেন্টদের হাতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১ লাখ ৩২ হাজারে দাঁড়িয়েছে। মাত্র সাত মাসে গ্রেপ্তারের এই রেকর্ড গত ১৩ বছরের গ্রেপ্তারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
মেক্সিকো সীমান্তের এক বর্ডার পেট্রল এজেন্ট বলেন, ‘এখন প্রতি দিন গড়ে আমাদের গ্রেপ্তারের সংখ্যা ১৪০, যা গত বছরের তুলনায় অর্ধেক।
সংশ্লিষ্ট সূত্রমতে, মেক্সিকো তার সীমানার মধ্যে ৫৬ হাজার আশ্রয় আবেদনকারীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা সেখান থেকে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় চাইবে। তাদের আবেদন মঞ্জুর না হলে তাদের আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে ট্রাম্প প্রশাসন নতুন একটি বিধান প্রণয়ন করেছে। নতুন এ বিধান অনুযায়ী, যে কেউ মেক্সিকো ছাড়া অন্য কোনো দেশের মধ্য দিয়ে আমেরিকায় আসতে চাইলে আগে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পেতে হবে। ফলে অনেকেই এখন রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন।
উল্লিখিত, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ৬০০ পরিবার ও ৩ হাজার ২৫০ জন শিশু রয়েছে। অভিবাসীদের গ্রেপ্তারে সীমান্ত এলাকায় তিন হাজার এজেন্ট দিন-রাত কাজ করছে এবং গড়ে প্রতিদিন ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।