বাংলা স্কুলের প্রিন্সিপাল হলেন শামীম চৌধুরী
বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিসিসিডিআই) পরিচালিত বাংলা স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন সংগঠক শামীম চৌধুরী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিসিসিডিআইর নবনির্বাচিত সভাপতি সঞ্জয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক পঙ্কজ চৌধুরী। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলা স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব পেলেন শামীম চৌধুরী।
এর আগে শামীম চৌধুরী পরপর দুবার বিসিসিডিআই বাংলা স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রিন্সিপাল হিসেবে শামীম চৌধুরীর এই নিয়োগ ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
শামীম চৌধুরী সমাজবিজ্ঞানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি লাভ করেন।
বাংলা স্কুলের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পাওয়ায় শামীম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিএমভি সভাপতি আকতার হোসাইন, আমেরিকান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি জি আই রাসেল, আমেরিকান-বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, ট্যাক্স স্পেশালিস্ট বদরুল আলম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসাইন, মজিবুর রহমান খান মেরিল্যান্ডের ব্যবসায়ী বুরহান আহমেদ, বাংলা স্কুলের গানের শিক্ষক নাসের চৌধুরী, আমরা বাঙালি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেওয়ান আলী, বাগডিসির সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অনেকেই।