২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসব

ভারতের কলকাতায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসব। আজ ২৭ ডিসেম্বর থেকে এ উৎসব শুরু হচ্ছে। কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল ময়দানে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সিলেটের কৃতী সন্তান আবুল মাল আব্দুল মুহিত। এবারের উৎসবের আয়োজক সংগঠন দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পু এন্দ বলেন, বিশ্ব সিলেট উৎসব সিলেটবাসীর মিলনের উৎসব। এ উৎসবে অংশগ্রহণ করে সবাইকে সিলেটীদের ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশ্ব সিলেট উৎসবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে সিলেটী ভাষাভাষী নাগরিকেরা যোগ দিচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ, যুক্তরাজ্য, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে এই সম্মেলনে যোগ দিচ্ছেন সিলেটীরা।

সিলেট থেকে আব্দুল করিম কিম, মৌলভীবাজার থেকে ডা. এম এ আহাদ, আমেরিকা থেকে রানা ফেরদৌস ও ঢাকা থেকে খায়রুন নাহার লাভলী এরই মধ্যে সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়েছেন।

এ সম্পর্কিত এক প্রতিক্রিয়ায় খায়রুন নাহার লাভলী বলেন, ‘সিলেটের আহ্বান আমাদের সদাই ব্যাকুল করে। এ সম্মেলনে আমাদের নিজস্বতা আমরা আরও বেশি করে তুলে ধরব।’

রানা ফেরদৌস প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সিলেট বিশ্ব সম্মেলনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সংবাদমাধ্যম হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’