হৃদয়ে বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ

দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন হৃদয়ে বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দ
দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন হৃদয়ে বাংলাদেশ সংগঠনের নেতৃবৃন্দ

ব্রঙ্কসে বিনা মূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘হৃদয়ে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। ৭ ডিসেম্বর ক্যারোলাইনা মিনিস্ট্রি গ্রুপের সহযোগিতায় এবং পাদ্রি ক্রিস্টোফার অধিকারী ও ম্যাথিউ হালদারের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে দরিদ্রদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার ও সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদের পরিচালনায় এ সময় আরও ছিলেন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সাইদুর রহমান লিংকন জানান, ক্যারোলাইনা মিনিস্ট্রি গ্রুপ ও নিউইয়র্কের দুটি বাঙালি চার্চের সহযোগিতায় হৃদয়ে বাংলাদেশ প্রথমবারের মতে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৬০০ শীতবস্ত্র বিনা মূল্যে বিতরণ করা হয়।
সাইদুর রহমান বলেন, ‘হৃদয়ে বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে কর্মসূচি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এমন সহযোগিতা নতুন নতুন কাজের অনুপ্রেরণা জোগায়। সবাইকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আমরা এগিয়ে যাব।’
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১৪ ও ১৫ ডিসেম্বর দু দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে হৃদয়ে বাংলাদেশ। উৎসব সফল করতে কমিউনিটির সবার কাছে সহযোগিতা চেয়েছে সংগঠনটি।