ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) একাংশের ২০১৯-২০ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারপারসন ও নির্বাহী সচিব হয়েছেন যথাক্রমে শাহ হালিম (টেক্সাস) ও আহসান চৌধুরী (টেক্সাস)।
নিউইয়র্কের নাসাউ কলিসিয়ামে আয়োজিত ৩৩তম ফোবানা সম্মেলনের শেষ দিন, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), যুগ্ম সচিব ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ নাহিদ খান সাহেল (জর্জিয়া)।
নতুন নির্বাহী কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন মীর চৌধুরী (নিউজার্সি), নার্গিস আহমেদ (নিউইয়র্ক), আবির আলমগীর (নিউইয়র্ক), রবিউল করিম (কানসাস), জসীম উদ্দিন (জর্জিয়া), জাহিদ হোসেন (ক্যালিফোর্নিয়া), সাদেক খান (ভার্জিনিয়া), এ টি এম আলম (ভার্জিনিয়া) ও মাকবুল আলী (ইলিনয়)।
ফোবানার এ অংশের সঙ্গে যুক্ত অন্য সদস্য সংগঠনগুলো হচ্ছে ড্রামা সার্কেল (নিউইয়র্ক), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হিউস্টন (টেক্সাস), টেক্সাস বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউজার্সি (নিউজার্সি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (জর্জিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা (ফ্লোরিডা), বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস (টেক্সাস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস (ক্যালিফোর্নিয়া), আটলান্টা কালচারাল সোসাইটি (জর্জিয়া), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (ভার্জিনিয়া), শতদল (নিউজার্সি) ও ইউএসএ বাংলাদেশ কালচারাল সেন্টার (নিউইয়র্ক)।