২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পেনসিলভানিয়ায় কোয়ান্টামের নতুন সেল

কোয়ান্টাম সোসাইটি পেনসিলভানিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
কোয়ান্টাম সোসাইটি পেনসিলভানিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

এবার পেনসিলভানিয়াতে শুরু হলো কোয়ান্টাম মেডিটেশন কার্যক্রম। ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আপার ডার্বির ২১১ ব্যারিংটন রোডে নতুন এ সেল উদ্বোধন করা হয়। এখন থেকে কোয়ান্টাম সোসাইটি পেনসিলভানিয়া নামে প্রতি শনিবার নিয়মিত সাদাকায়নসহ ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে।
৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৮টায় মেডিটেশনের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ‘কোয়ান্টাম কী এবং কেন: মন ও মস্তিষ্কের ওপর মেডিটেশনের প্রভাব’ নিয়ে আলোচনা করেন কোয়ান্টাম জ্যামাইকা সেলের দায়িত্বপ্রাপ্ত এবং ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মোস্তফা হোসেন। অনুষ্ঠানে ‘ভ্রুন থেকে কবর’ শীর্ষক আরেকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় গবেষণা দলের সদস্য ও দৈনিক ভোরের কাগজের সাবেক যুগ্ম সম্পাদক শামীম আহমেদ। পেনসিলভানিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ফাতেমা সাদেকার সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। সমাপনী বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কোয়ান্টাম সোসাইটি জ্যাকসন হাইটসের আহ্বায়ক ও ইম্পিরিয়াল কলেজের সাবেক অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী। কোয়ান্টাম প্রো-মাস্টার, গ্র্যাজুয়েট, অ্যাসোসিয়েট, অতিথিসহ প্রায় ৪০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন পেনসিলভানিয়া সেলের আহ্বায়ক মো. শাহ আলম।