হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার যাত্রা শুরু

সভায় পেনসিলভানিয়ায় বসবাসরত হবিগঞ্জবাসী ও নতুন সংগঠনের সদস্যরা
সভায় পেনসিলভানিয়ায় বসবাসরত হবিগঞ্জবাসী ও নতুন সংগঠনের সদস্যরা

পেনসিলভানিয়ায় বসবাসরত হবিগঞ্জবাসীদের নিয়ে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়ার যাত্রা শুরু হয়েছে।

১ সেপ্টেম্বর হবিগঞ্জ এলাকাবাসী ঈদ পুনর্মিলনী ও কুশল বিনিময়ের জন্য স্থানীয় একটি হলে সভার আয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের সমাজসেবক কাজী মহিউদ্দীন আহম্মদ। সভায় উপস্থিত সবাই আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের মাঝে হাসি-কান্নায় সমব্যথী হতে একটি সংগঠন করার কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে পেনসিলভানিয়ায় বসবাসরত হবিগঞ্জ বাসীদের নিয়ে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়া, ইউএসএ নামে সংগঠন করার ব্যাপারে সবাই একমত পোষণ করেন।

সংগঠনের কার্য পরিচালনার জন্য কার্যকরী কমিটি গঠনের জন্য উপস্থিত হবিগঞ্জবাসী আওতাদ চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী, আশিকুর রহমান চৌধুরী, কাজী কামরুল আহম্মেদ ও কামরুল হাসানকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় লুৎফুর রহমানকে সভাপতি, সাধারণ সম্পাদক সৈয়দ শরীফ এবং কোষাধ্যক্ষ পদে ইমাদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

পরবর্তীতে এই আহ্বায়ক কমিটিকে নিয়ে কিছুদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্য পরিচালনার জন্য দায়িত্বভার অর্পণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।