ম্যানহাটনের দোকান থেকে ৪০ লাখ ডলারের গয়না লুট
নিউইয়র্কের ম্যানহাটনের একটি গয়নার দোকান থেকে ৪০ লাখ ডলার মূল্যমানের অলংকার লুট করেছে ডাকাতেরা। ২৫ আগস্ট ডায়মন্ড ডিস্ট্রিক্টের অ্যাভিয়ান অ্যান্ড কোংয়ে এ ঘটনা ঘটে। পুরো এলাকায় পুলিশ প্রহরা থাকলেও দিনের বেলাতেই এ ঘটনা ঘটে। এই ডাকাতির একটি ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ। এতে দেখা যায়, তিনজন লোক দুপুরের দিকে অ্যাভিয়ান অ্যান্ড কোংয়ে প্রবেশ করে। দিনটি রোববার হওয়ায় অনেক দোকান বন্ধ ছিল। প্রথমে তারা গয়না কেনার বিষয়ে জিজ্ঞাসা করে। তাদের পরনে ধূসর বা নীল রঙের স্যুট ছিল। একজনের মাথায় ছিল কাউবয় হ্যাট, আরেকজনের মাথায় ছিল লাল ব্র্যান্ডেনা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাতেরা ক্রেতাদের মতো দোকানে জুয়েলারি ও ব্র্যান্ডের ঘড়ি দেখছিল। হঠাৎ একজন শটগান বের করে কর্মীদের দিকে পয়েন্ট করে। পরে কর্মীদের বন্দুকের ভয় দেখিয়ে টেপ দিয়ে হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখে। ডাকাতেরা ব্যাগে করে ৪০ লাখ ডলার মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। পরে একজন কর্মী হাতের বাঁধন শিথিল করে ৯১১-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে যায়।