মানিকগঞ্জ কল্যাণ সমিতির বনভোজন
মানিকগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ ইন্ক-এর বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
সকালে জ্যাকসন হাইটস থেকে পার্কের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। বেলা ১১টার দিকে বনভোজন স্থলে পৌঁছায় বাস। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আগেই চলে যান সেখানে। পার্কের নির্ধারিত স্পট পরিণত হয় মানিকগঞ্জবাসীর মিলন মেলায়। প্রায় সবাই তাঁদের পরিবার-পরিজন নিয়ে বনভোজনে যোগ দেন। এতে দুই শতাধিক লোক উপস্থিত ছিল বলে দাবি করেছেন আয়োজকেরা।
বনভোজনে বিভিন্ন খেলাধুলা চলে বিকেল পর্যন্ত। সব বয়সীদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া নারীদের জন্য আয়োজন করা হয় বালিশ খেলার। বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল র্যাফল ড্র।
র্যাফল ড্রতে প্রথম পুরস্কার সভাপতি গাজী আলতাফ হোসেনের সৌজন্যে ছিল ঢাকা-নিউইর্য়ক-ঢাকা উড়োজাহাজের টিকিট।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের খ্যাতনামা শিল্পীরা।
অনুষ্ঠানে আলোচনা পর্ব সোসাইটির সভাপতি গাজী আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ রউফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, বনভোজনের প্রধান সমন্বয়কারী হাফিজুর রহমান পিন্টু, আহ্বায়ক মো. মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান মিয়া, সদস্যসচিব সজীব চৌধুরী, যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর কাশেম গোলাপ, এ কে এম সাইফুল ইসলাম খান, আমিরুল আজাদ খান রুনো, আওকাত হোসেন খান, দেওয়ান লিয়াকত, বাবু নির্মল কুমার মণ্ডল, রবিউল আউয়াল, মো. আনিছুর রহমান কায়সার, মো. মাহবুব হোসেন, মো. আবু সাঈদ, মো. ইউনুস আলী, মো. আশ্রাফ উদ্দিন ভূঁইয়া, মীর হাফিজুর রহমান, মো. ইদ্রিস আলী, খন্দকার মুসলিম উদ্দিন প্রমুখ।
বনভোজন অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন—সিনিয়র সহসভাপতি মো. লুত্ফর রহমান জুবায়ের, সহসভাপতি মো. আলী আজগর খান, পারভীন আক্তার, মো. মোখলেছুর রহমান, জিনাত রেহেনা রিনা, মোহাম্মদ জিন্নাহ, মো. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ রউফ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আইয়ূব আলী, কোষাধ্যক্ষ মো. মঞ্জুরুল হাসান মিনু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহীনুর রহমান, শিক্ষা সম্পাদক আসিফ খান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তামজিদুর রহমান তুহিন, সাংস্কৃতিক সম্পাদক মো. মাইদুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক রবি সাহা, ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম রবিন, সহ ক্রীড়া সম্পাদক সোনা মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক অসিম চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক মো. সুলাইমান মিয়া, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য মো. সাজ্জাদ হোসেন বিশ্বাস, জসিম উদ্দিন পিন্টু, মো. আতোয়ার রহমান, মো. জাহিদ খান, লুত্ফর রহমান হিমেল, তালাত মাহমুদ খান, মো. আনোয়ারুল ইসলাম, মো. আইয়ূব খান, মো. জাহিদ খান, জুবাইদা খাতুন, আবিদা সুলতানা, রেবেকা সুলতানা, কিশোর কুমার মণ্ডল, পারভেজ, দীপক সরকার গোবিন্দ, মো. অলিউল ইসলাম, বেনজিন, তারেক, কবির হোসেন, মহসীনা হালীম, মোহাম্মদ বাদল।
বনভোজনে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহসভাপতি ওয়াসি চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গোপসাগরের অববাহিকায় পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি, কালিগঞ্জ, গাজীখালী, ক্ষিরাই, মন্দা, ডুবনেশার মতো অসংখ্য নদ-নদী, খাল-বিল বিধৌত বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জের সন্তান হিসেবে আমরা গর্বিত। প্রবাসে থেকেও নিজ নিজ এলাকার অবহেলিত মানুষের জন্য আমাদের অনেক করণীয় আছে। মানিকগঞ্জবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বনভোজনে নাসিম সুলতানা, আনিছুর রহমান কায়সার, জিনাত রেহানা রিনাকে সম্মাননা প্রদান করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়।