ভার্জিনিয়ায় হামলা: চাকরি হারানোয় ক্ষুব্ধ ছিলেন বন্দুকধারী
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে বন্দুক নিয়ে হামলা চালানো ব্যক্তি চাকরি হারিয়ে হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। চাকরি হারানোর ক্ষোভ থেকে তিনি সহকর্মীদের ওপর হামলা চালান। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনে এ হামলার ঘটনা ঘটে। চাকরিচ্যুত ওই কর্মচারীর হামলায় ১২ জন নিহত হন। এক পুলিশসহ আহত কয়েকজন। পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা যান।
সিএনএন জানিয়েছে, বন্দুকধারীর নাম ডিওয়েন ক্রেডক (৪০)। তিনি সরকারি রক্ষণাবেক্ষণ কর্মচারী ছিলেন। ক্রেডককে কিছুদিন আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে কী কারণে তিনি চাকরি হারান, সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।
ওয়াল স্ট্রিট সূত্রে জানা যায়, ডিওয়েন ক্রেডক চাকরি হারানোর পর গত সপ্তাহে কিছু আগ্নেয়াস্ত্র কেনেন। গতকাল তিনি পৌর ভবনের দুই নম্বর ভবনে ঢোকেন। এরপর কোনো কিছুর তোয়াক্কা না করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।
ভার্জিনিয়া বিচ পুলিশের প্রধান জেমস চারভেরা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীর ব্যবহৃত একটি রাইফেল ও একটি পিস্তল জব্দ করে। তিনি বলেন, অনেক বড় এলাকাজুড়ে এ হামলা চালানো হয়েছে। পূর্ণ তদন্ত করতে অনেক সময় লাগতে পারে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মুখপাত্র ক্রিস্টিনা পুলেন জানান, এফবিআই ভার্জিনিয়া বিচ পুলিশকে তদন্তে সহায়তা করতে যাচ্ছে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর র্যালফ নর্থহাম এক টুইটে সবাইকে হামলা এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি পুলিশের নির্দেশ সবাইকে পালনের অনুরোধ জানান।