সিলেটের এএসপি ও সিআইডির অতিরিক্ত এসপির সঙ্গে মতবিনিময়
সিলেটের এএসপি অমূল্য চৌধুরী বকুল ও সিআইডির অতিরিক্ত এসপি অপূর্ব সাহার সঙ্গে মতবিনিময় করেছে সিলেট সরকারি এমসি কলেজের ১৯৮২ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। এমসি কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ৩ মে ব্রঙ্কসের স্থানীয় একটি ভেন্যুতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এমসি কলেজের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ও সিলেটের বর্তমান এএসপি অমূল্য চৌধুরী বকুল এবং তাঁর জামাতা সিআইডির অতিরিক্ত এসপি অপূর্ব সাহার আমেরিকা সফর উপলক্ষে তাঁদের সম্মানে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে সিলেট এমসি কলেজের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীদের পিকনিক আগামী ৩০ জুন নিউইয়র্কের লং আইল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানান হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্কপ্রবাসী এমসি কলেজের সাবেক শিক্ষার্থী আবদুর রহিম বাদশা, কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, মোহাম্মদ নূরুল আহিয়া, এম এ করিম জাহাঙ্গীর, নজীর আহমেদ, লন্ডনপ্রবাসী মো. জালাল উদ্দিন জগলু, ফরহাদ কবির, তোফায়েল আহমেদ চৌধুরী, মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, গোলাম রব্বানী চৌধুরী, সাখাওয়াত আলী, আবদুল মুহিত প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী খসরু।
সভায় সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থীর তাঁদের কলেজজীবনের স্মৃতিচারণ করেন। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।