বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছেন রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গত সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সামার, ফল-২০১৯ ও স্প্রিং-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া প্রায় ২ হাজর শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বে শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এম সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনন্দ কুমার সাহা, চৌধুরী মো. জাকারিয়া প্রমুখ বক্তব্য দেন। এ সময় ট্রাস্টের মহাসচিব এ কে এম কামরুজ্জামান খান, কোষাধ্যক্ষ তারিক সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও দিকনির্দেশনামূলক বক্তব্যে উপাচার্য বলেন, ‘তোমাদের এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্তে প্রমাণিত হয়, এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট এবং ভালো। তোমাদের ও অভিভাবকদের যে একধরনের আস্থা রয়েছে, সে আস্থা যেন অটুট থাকে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা জ্ঞান অর্জন করতে হবে। নৈতিকতাবিবর্জিত জ্ঞান মানবজাতির জন্য কল্যাণকর নয়, বরং ক্ষতি সাধন করে। কোনো কিছু অর্জনের জন্য অলৌকিকতার ওপর ভরসা না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করবে।’
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের নিজেকে নিয়ন্ত্রণ করে চাওয়া-পাওয়ার সঙ্গে দ্রুত সমন্বয় করতে হবে। সমাজকে সাহায্য করতে সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও রাজনীতিবিদ হতে হয় না। যার যতটুকু আছে, তা দিয়েই সাহায্য করতে পারবেন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এ বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি উল্লেখ করে তিনি বলেন, পরিবার থেকে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে, তা পরিবারের সদস্য, সমাজ ও দেশকে ভালোবাসতে শিখিয়েছে এবং এ ভালোবাসা থেকেই এই অঞ্চলের মানুষকে ভালোবেসে তাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান মৃধা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
*লেখক: শিক্ষার্থী, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী