ময়ূরপঙ্খীর এসডিজিবিষয়ক সমাজকর্মী সম্মেলন অনুষ্ঠিত
ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এসডিজিবিষয়ক সমাজকর্মী সম্মেলন ও ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
ময়ূরপঙ্খীর চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন মাহমুদ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, ঝলক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদ আহমেদ চৌধুরী। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মোক্তার হোসেন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন, মারজান ফুডসের এমডি ও সিইও মাসুদুর রহমান।
সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ময়ূরপঙ্খীর সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি। জলবায়ু পরিবর্তন রোধ, পরিবেশ রক্ষা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার শপথ নেন সমাজকর্মীরা। এ ছাড়া শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য, মানবাধিকার ও সমাজসেবায় অবদান রাখায় ২৩ জনকে ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজ্ঞপ্তি