রংপুরে ৫ নারীকে জয়িতা সম্মাননা
সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় রংপুরে বিভাগীয় পর্যায়ে সফল পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। আজ বুধবার রংপুরে একটি মিলনায়তনে সেরা ১০ নারীর মধ্য থেকে বিচারকদের রায়ে পাঁচ নারীকে এই জয়িতা সম্মাননা দেওয়া হয়।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা সেরা পাঁচ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন। জয়িতা সম্মাননাপ্রাপ্ত পাঁচ নারী হলেন এজিয়া খাতুন, আনোয়ারা বেগম, জিন্নাতুন ফেরদৌসী, মাহফুজা আক্তার ও রাজেকা খাতুন।
রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের সচিব কামরুন নাহার, মহাপরিচালক বদরুন নেছা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ৪০ জন জয়িতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।