ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা অনুষ্ঠানে দিনব্যাপী ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন করেছে। ক্যামব্রিয়ান ক্যাম্পাস ৬, টাওয়ার ক্যাম্পাস, ঢাকা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
নানা অনুষ্ঠানে দিনব্যাপী ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন করেছে। ক্যামব্রিয়ান ক্যাম্পাস ৬, টাওয়ার ক্যাম্পাস, ঢাকা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির (সিডিএস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। সম্প্রতি রাজধানীর ক্যামব্রিয়ান ক্যাম্পাস ৬-এ (টাওয়ার ক্যাম্পাস) নানা অনুষ্ঠানে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিতর্কের সংগঠনটি।

ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির পথ চলা শুরু হয় ২০১১ সালের ১৪ আগস্ট। হাটি হাটি পা পা করে এ বছর বিতর্ক সংগঠনটি নবম বছরে পা রাখল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনের মধ্য ছিল কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা অনুষ্ঠান ও প্রীতি বিতর্কের আয়োজন।

ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এস বি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পরিচালক মাহাবুব হাসান লিংকন, বিএসবি ফাউন্ডেশনের পরিচালক নুরুল ইসলাম ভূঁইয়া, প্রথম আলো বন্ধুসভার ক্যামব্রিয়ান শাখার আহ্বায়ক সাইদুল হাসান এবং ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির সাবেক মডারেটর এনামুল কবির। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির বর্তমান মডারেটর এবং চিফ মেন্টর রিদওয়ানুল আরেফিন অর্ণব।

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি বিতর্কের আয়োজন করে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি বিতর্কের আয়োজন করে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটির তার পথ চলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে। এর মধ্য রাজশাহীতে ন্যাশনাল ডিবেট কম্পিটিশন, বরিশাল ডিবেটিং সোসাইটির আয়োজনে ন্যাশনাল ডিবেট টুর্নামেন্ট, বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্সের ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশিপের শিরোপা পেয়েছে ক্যামব্রিয়ান ডিবেটিং সোসাইটি।