খেলোয়াড় হতে চেয়েছিলেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘খেলোয়াড় হওয়ার স্বপ্ন ভেঙে গেলে হতে চেয়েছিলাম ব্যবসায়ী।’
বিএসআরএম নিবেদিত ‘মিট দ্য এক্সপার্ট’ শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মাহতাব উদ্দিন আহমেদ।
বেসরকারি আইউবিএটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জ্যোতির্ময় সাহা রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদের কাছে প্রশ্ন করে বলেন, ‘কীভাবে শুরু করেছিলেন আপনার (মাহতাব) পথচলাটা? সবারই তো জীবনে একটা লক্ষ্য থাকে, তো আপনার জীবনের লক্ষ্য কী ছিল। আর আমরা যদি আপনার মতো কিছু শুরু করতে চাই, তাহলে প্রাথমিকভাবে কী পদক্ষেপ নেওয়া উচিত?’
এ প্রশ্নের জবাবে মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘আমি এখন যেটা বলব, ওটা খুব ভালো উদাহরণ হবে কি না জানি না। স্কুলজীবনে আমি হতে চেয়েছিলাম খেলোয়াড়। তারপর যখন ওই স্বপ্ন ভেঙে গেল, এরপর হতে চেয়েছিলাম ব্যবসায়ী। কিন্তু সেটাও করতে পারলাম না। এরপর হওয়ার চেষ্টা করলাম প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও)। সেটায় আমি সফল হলাম। তারপর হতে চাইলাম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সেটাও হলাম। এভাবে আমার চলা। বিভিন্ন সময় আমি বিভিন্ন জিনিস করতে চেয়েছি, কিন্তু সব সময় সফল হইনি। জীবন এমনই। আমি বলব, কোনো কিছু নিয়েই পড়ে থাকা যাবে না। যখন যেটা সামনে আসবে, নিজেকে ওভাবে তৈরি করে পরের ধাপে এগোতে হবে।’