মিথিলা ফারজানার প্রিয় ক্রিকেট, ছেলের ফুটবল

>
ছেলের সঙ্গে মিথিলা ফারজানা। ছবি: কবির হোসেন
ছেলের সঙ্গে মিথিলা ফারজানা। ছবি: কবির হোসেন

সংবাদকর্মী মিথিলা ফারজানা। তাঁর ছেলে অভয় হৃদ্য ঢাকার সাউথ ব্রিজ স্কুলে ক্লাস নাইনে পড়ে। আজ দুই প্রজন্মের এই মা-ছেলের পছন্দ–অপছন্দের কথা থাকছে।

১. প্রিয় খাবার
মিথিলা: থাই খাবার। বাসার খাবারের থেকে বাইরের খাবার বেশি ভালো লাগে।
ছেলে: বার্গার।

২. কোন বই পড়তে ভালো লাগে?
মিথিলা: সুকুমার রায়ের হ য ব র ল, শহীদুল জহিরের সেই রাতে পূর্ণিমা ছিল, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের গল্প।
ছেলে: আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস সিরিজের বই।

৩. কোথায় ঘুরতে পছন্দ করেন?
মিথিলা: যেকোনো নতুন দেশে, নতুন জায়গায়।
ছেলে: পাশ্চাত্য ও ইউরোপীয় দেশে।

৪. কোন খেলা প্রিয়?
মিথিলা: ক্রিকেট।
ছেলে: ফুটবল।

৫. কিসে রেগে যান?
মিথিলা: কেউ মিথ্যা কথা বললে।
ছেলে: পরিস্থিতর ওপর নির্ভর করে।

৬. প্রিয় রং
মিথিলা: লাল।
ছেলে: নীল।

৭. পরস্পরের ভালো–মন্দ দিক।
মিথিলা: অভয় খুব নরম মনের ও বুদ্ধিমান। খুব ভালো গান গায়। ছোট ভাইকে খুব ভালোবাসে। গণিতেও ভালো। তবে ওর মধ্যে মনোযোগ ও স্থিরতা কম। সেটা পরিবর্তন হলে আরও ভালো করবে।
ছেলে: মায়ের সব কিছুই ভালো লাগে। তবে চেষ্টা করলে রাগ কমাতে পারে।
সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা