বিয়ের নানা অনুষঙ্গ নিয়ে আবারও আয়োজন করা হচ্ছে ‘আয়ুশ নকশা বিয়ে উৎসব ২০১৮’। ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিসে হবে এ উৎসব। সবার জন্য উন্মুক্ত এই উৎসব চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
‘বিয়ের বাজার দেশেই’ প্রতিপাদ্য নিয়ে বিয়ে উৎসবের আয়োজন করেছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও ইউনিলিভারের ব্র্যান্ড আয়ুশ।
বিয়ে উৎসব উপলক্ষে এবারও আয়োজন করা হয়েছে বিয়ের ছবির প্রতিযোগিতা৷ ‘আমাদের ছবিই সেরা’ শিরোনামের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা তিন যুগল জিতে নিতে পারবেন ঢাকা-থাইল্যান্ড-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট। পুরস্কার পাওয়া তিনটি ছবি প্রকাশিত হবে নকশায় এবং প্রথম আলো ডটকমে (www.prothomalo.com) ।
বিয়ের অনুষ্ঠানের যেকোনো পর্বের ছবিই (পানচিনি, গায়েহলুদ, বিয়ে বা বউভাত) পাঠানো যাবে। এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন এবং সেই দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন। যুগল বা বর-কনের একক ছবিও পাঠানো যাবে। ছবি পাঠাতে (সাবমিট) হবে অনলাইনে। বিস্তারিত নিয়ম জানতে এবং ছবি সাবমিট করতে হবে www.prothomalo.com/biyeutshob ঠিকানার ওয়েবসাইটে। ছবি পাঠানোর শেষ সময় ১৪ ডিসেম্বর ২০১৮। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে বিজয়ী নির্বাচন করা হবে
বিয়ে উৎসবের এটি পঞ্চম আয়োজন। উৎসবে হালের সর্বশেষ ডিজাইনের বিয়ের পোশাক আর গয়নার দেখা যেমন মিলবে, তেমনি পাওয়া যাবে দেশসেরা রূপবিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রীর পরামর্শও। বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, গান, গায়েহলুদ, আলোকসজ্জা, অনুষ্ঠানের জায়গা, অনুষ্ঠান আয়োজন প্রতিষ্ঠান, মধুচন্দ্রিমায় বেড়ানো ইত্যাদি বিয়ের প্রচলিত সব অনুষঙ্গ নিয়েই সাজবে বিয়ে উত্সবের মেলা প্রাঙ্গণ। এসব অনুষঙ্গের নমুনা নিয়ে উপস্থিত থাকবে সেরা দেশি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান।
দুই দিনের মেলায় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবায় গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা রাখবে। উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড় ও উপহার থাকবে দর্শকদের জন্য। নিজেদের পণ্য বা সেবা নিয়ে বিয়ে উৎসবের মেলায় অংশ নিতে চাইলে যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ০১৭০৮১৫১৪৮৬ ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।