স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ। তাঁর মেয়ে লামিয়া ওয়ালি পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে। আজকের অধুনায় থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পরতে পছন্দ করেন?
ফয়েজ উল্লাহ: পাঞ্জাবি ও পায়জামা।
মেয়ে: সালোয়ার-কামিজ
২. প্রিয় রং...
ফয়েজ উল্লাহ: সাদা ও নানা নীল রঙের নানা শেড।
মেয়ে: সাদাই বেশি পছন্দ।
৩. কী খেতে ভালোবাসেন?
ফয়েজ উল্লাহ: ভাত ও ইলিশ মাছ।
মেয়ে: মায়ের হাতের রান্না করা সব খাবার।
৪. কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন?
ফয়েজ উল্লাহ: যেসব স্থানে বিভিন্ন সভ্যতা ও ইতিহাস খুঁজে পাই।
মেয়ে: মালদ্বীপ আমার খুব ভালো লেগেছে।
৫. রেগে গেলে কী করেন?
ফয়েজ উল্লাহ: চিৎকার করে প্রকাশ করে ফেলি।
মেয়ে: চুপচাপ বসে থাকি, না হলে ছোট ভাইকে রাগ দেখাই।
৬. প্রিয় স্থপতি
ফয়েজ উল্লাহ: লুই আই কান।
মেয়ে: আমার বাবা।
৭. কোন গ্যাজেট পছন্দ করেন?
ফয়েজ উল্লাহ: ম্যাকবুক।
মেয়ে: আইপড।
৮. কার গান বেশি শোনা হয়?
ফয়েজ উল্লাহ: সুবীর নন্দী ও এলটন জন।
মেয়ে: মাইকেল জ্যাকসন ও অ্যাডেলে।
৯. অনেকবার দেখা চলচ্চিত্র...
ফয়েজ উল্লাহ: মাটির ময়না ও লাইফ ইজ বিউটিফুল।
মেয়ে: স্কুল অব রক ও মাটির ময়না।
সাক্ষাৎকার: হাসান ইমাম