বউসাজের খরচ কোথায় কেমন?

চলছে বিয়ের মৌসুম। বউসাজে কোন পারলারে কেমন খরচ হবে, তা নিয়ে কমবেশি আগ্রহ থাকে সবারই। জেনে নিন জনপ্রিয় এমন পাঁচটি পারলারের বউসাজের বিস্তারিত খোঁজখবর।

পারসোনার কনে সাজ। মডেল : টয়া
ছবি : কবির হোসেন।

পারসোনা: সৌন্দর্যসেবা কেন্দ্র পারসোনায় বউ সাজানোর খরচ শুরু হয় ১৫ হাজার টাকা থেকে। জ্যেষ্ঠ রূপসজ্জাকরের হাতে সাজতে খরচ পড়বে ১৮ হাজার টাকা। আর যদি রূপবিশেষজ্ঞ কানিজ আলমাসের সহকারীর কাছে সাজতে চান, তাহলে আপনাকে কনেসাজের জন্য খরচ করতে হবে ২০ হাজার টাকা।

ফারজানা শাকিল মেকওভার: ফারজানা শাকিল মেকওভারে জ্যেষ্ঠ রূপসজ্জাকরের হাতে সাজলে খরচ পড়বে ১৫ হাজার টাকা আর রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সহকারীর কাছে সাজলে খরচ হবে ১৮ হাজার টাকা।

রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সহকারীর কাছে সাজলে খরচ হবে ১৮ হাজার টাকা। মডেল : মাসিয়াত
ছবি : কবির হোসেন

রেড বিউটি স্যালুন: এখানে কনেসাজের খরচ শুরু হয় ১০ হাজার টাকা থেকে। দক্ষ রূপসজ্জাকরের হাতে সাজলে খরচ হবে ১৫ হাজার টাকা।

রেড বিউটি স্যালুনের কনে সাজ। মডেল : সারিকা সাবা
ছবি : কবির হোসেন

মিউনিস ব্রাইডাল: এখানে রূপবিশেষজ্ঞ তানজিমা শারমীন মিউনির হাতে সাজলে খরচ হবে ২০ হাজার টাকা। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ রূপসজ্জাকরের হাতে সাজলে খরচ হবে যথাক্রমে ১২ হাজার ও ১০ হাজার টাকা।

তানজিমা শারমীন মিউনির হাতে সাজানো কনে। মডেল : মাহেলিকা
ছবি : কবির হোসেন

অরা বিউটি লাউঞ্জ: এখানে কনেসাজের রয়েছে ৩টি ক্যাটাগরি। ৯ হাজার টাকায় আপনি সাজতে পারবেন কনিষ্ঠ সহকারীর হাতে। জ্যেষ্ঠ রূপসজ্জাকর ও অভিজ্ঞ রূপসজ্জাকরের কাছে সাজতে চাইলে গুনতে হবে যথাক্রমে ১২ হাজার ও ১৪ হাজার টাকা।

অরা বিউটি লাউঞ্জের কনেসাজে আছে ৩টি ক্যাটাগরি । মডেল: তানজিন তিশা
ছবি : কবির হোসেন