প্রসাধনী ভাগাভাগি নয়

চোখ আর ঠোঁটের প্রসাধনিগুলো আলাদা রাখাই ভাল। মডেল: সম্প্রীতি, ছবি: নকশা
চোখ আর ঠোঁটের প্রসাধনিগুলো আলাদা রাখাই ভাল। মডেল: সম্প্রীতি, ছবি: নকশা

বলুন তো, কোন জিনিসটা কেউ আপনার সঙ্গে ভাগাভাগি না করতে চাইলেই বরং আপনার খুশি হওয়া উচিত? উত্তর, প্রসাধনী। যদিও হরহামেশাই আমরা অনেকে একজনের প্রসাধনী বা অন্যের ব্যবহৃত চিরুনি, মেকআপ ব্রাশ ইত্যাদি আরেকজন ব্যবহার করে থাকি। এতে কী ক্ষতি পারে বা কীভাবে ব্যবহার করলে ক্ষতি হবে না, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কথা হলো আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানার সঙ্গে। তিনি জানালেন, কৌটা থেকে আঙুল দিয়ে তুলে ব্যবহার করতে হয়, এমন যেকোনো প্রসাধনীই একজনেরটা আরেকজন ব্যবহার করা উচিত নয়। এতে জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। যেমন ক্রিম, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি। তবে টিউবে রাখা ক্রিম বা লোশন ব্যবহার করলে ক্ষতি নেই।
এ ক্ষেত্রে সবচেয়ে বেশি এড়িয়ে চলা উচিত চোখ ও ঠোঁটের প্রসাধনী। চোখে অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। একজনের ব্যবহৃত কাজল, মাসকারা আরেকজন ব্যবহার করলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া চোখ ও ঠোঁটের ত্বকে সংক্রমণ ঘটার আশঙ্কাও বেশি। লিপস্টিক, লিপগ্লসও কোনো পরিস্থিতিতেই একজনেরটা আরেকজন ব্যবহার করা উচিত নয় বলে জানান রাহিমা সুলতানা।
সাবানের বারও প্রত্যেকেরটা পৃথক রাখা উচিত। তরল বডি ওয়াশ ব্যবহার করলে অবশ্য এ ঝামেলা নেই। অন্যান্য প্রসাধনী যেমন ফেসপাউডার, ব্লাশন, আইশ্যাডো, কনসিলার—এগুলো একজনেরটা আরেকজন ব্যবহার করা যেতে পারে, যদি ব্রাশ ও পাফ ভিন্ন হয়। একই পাফ ও মেকআপ ব্রাশ কখনোই অন্যের সঙ্গে ভাগাভাগি করা উচিত হবে না। এ ছাড়া অন্যের ব্যবহৃত তোয়ালে, রেজর, পেডিকিওর-ম্যানিকিওর কিট ব্যবহার করলেও জীবাণু সংক্রমিত হতে পারে।
ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান রাশেদ মোহাম্মদ খান বলেন, আরেকজনের চিরুনি ব্যবহার করলে মাথায় খুশকির মতো ছত্রাক সংক্রমণ হতে পারে, এভাবে উকুনও ছড়ায়। মাথায় খুশকি হলে চোখেও সংক্রমণ দেখা দিতে পারে। প্রসাধনী ভাগাভাগির ক্ষেত্রে সংবেদনশীল ত্বকের অধিকারীদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ত্বকে কোনো রকমের অ ্যালার্জি বা সংক্রমণ দেখা দিলে দেরি না করে দ্রুত কোনো চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া প্রয়োজন।
কিছু সতর্কতা
 ক্রিম বা পেট্রোলিয়াম জেলি বাড়ির সবার জন্য আলাদা কেনা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে পরিষ্কার ও শুকনো কোনো ছোট কৌটায় তুলে রেখে পৃথকভাবে ব্যবহার করা যায়।
 প্রত্যেকের মেকআপ ব্রাশ এবং পাফ আলাদা রাখা উচিত। পারলারে গেলেও নিজের মেকআপ ব্রাশ, পাফ ও চিরুনি সঙ্গে রাখুন। ব্যবহারের পর ভালোমতো পরিষ্কার করে রাখুন।
 কাজল ও লিপলাইনার একজনেরটা আরেকজন ব্যবহার করার আগে শার্প করে নিতে পারেন। তবে এটি এড়িয়ে গেলেই সবচেয়ে ভালো।
 বাজারে প্রসাধনী কেনার আগে টেস্টার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন। যেখানে ওয়ান টাইম ইউজ প্রলেপক ব্যবহার করা হচ্ছে, কেবল সেখানেই টেস্টার ব্যবহার করা নিরাপদ।
 প্রসাধনী ব্যবহারের আগে ভালোভাবে হাত-মুখ ধুয়ে নেওয়া উচিত। কখনো যদি নিরুপায় হয়ে অন্যের প্রসাধনী ব্যবহার করতেই হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ভালোভাবে তুলে ফেলতে
হবে।