পায়ের যত্ন চাই ছেলেদেরও

অনেকেই ভাবেন, ছেলেদের আবার রূপচর্চার কী প্রয়োজন। প্রয়োজন আছে। বিশেষ করে যাঁরা বাইরে ছোটাছুটি করেন, তাঁদের পায়ের ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এ সময়ে অতিরিক্ত শুষ্কতার কারণে ত্বক হয় কালো ও রুক্ষ। বেসরকারি একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক অনিক সরকার বলছিলেন, ‘‘মাঠপর্যায়ে কাজ করার ফলে অনেক বেশি রাস্তায় থাকতে হয়। তাই খুব দ্রুতই ধুলাবালুতে পা অপরিষ্কার হয়ে যায়। তাই নিজেকে একটু ভালো রাখার জন্য নিয়মিত পেডিকিওর করি। পায়ের উজ্জ্বলতা ধরে রাখার জন্য একটু বেশি সচেতন থাকি। হাতে সময় থাকলে মাঝেমধ্যে পারলারে গিয়েও পায়ের যত্ন নিই।’’

ছেলেদের পায়ের ত্বকের যত্নে পেডিকিওরের বিকল্প নেই। মডেল : অভি
ছবি : কবির হোসেন

সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান রুমানাস পারলারের রূপবিশেষজ্ঞ ও পরিচালক রুমানা আলম বলেন, বিভিন্ন ঋতুতে বাতাসে আর্দ্রতার তারতম্য দেখা যায়, যা সহজেই ত্বক মানিয়ে নিতে পারে না। আবহাওয়ার কারণে ছত্রাকজনিত সংক্রমণ (ফাঙ্গাল ইনফেকশন), অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে বিভিন্ন ধরনের প্যাক লাগানো ছাড়াও নিয়মিত পায়ের ত্বকের যত্ন নেওয়া উচিত।

এ জন্য পেডিকিওরের বিকল্প নেই। অনেক সময় পারলারে গিয়ে পেডিকিওর করা সবার পক্ষে সম্ভব নয়। তাই আপনি বাসায় বসেই করে নিতে পারেন পারলারের মতো পেডিকিওর।

পেডিকিওরের প্রথমেই নখ কেটে নিন
ছবি : কবির হোসেন

প্রথমে নখ কেটে নিন। নেইল কাটার যাতে পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখুন। তারপর নেইল ফাইলার দিয়ে ফাইল করে নিন। নখের আকৃতি ঠিক রাখার জন্যই এ ফাইলার। এরপর একটি বাটিতে কুসুম গরম পানি নিন। এতে সামান্য পরিমাণ সি-সল্ট বা লবণ মিশিয়ে নিতে পারেন। একটি পরিষ্কার তোয়ালে পানিতে ভিজিয়ে পা পরিষ্কার করে মুছে নিন।

স্ক্র্যাবিংয়ের পর কুসুম গরম পানি দিয়ে পা ধুয়েমুছে নিন
ছবি : কবির হোসেন

এবার পায়ের ত্বকে স্ক্র্যাবার লাগিয়ে ৫ মিনিট ধরে মালিশ করুন। মালিশের সময় আঙুলগুলো টান টান করে রাখা ভালো।

স্ক্র্যাবিং হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে পা ধুয়েমুছে নিন। মুলতানি মাটি, সামান্য হলুদ মিশিয়ে তৈরি প্যাক লাগান। প্যাক শুকিয়ে গেলে পা হালকা গরম পানিতে ডুবিয়ে রাখুন।

এবার নখের যত্নের পালা
ছবি : কবির হোসেন

এবার নখ। কিউটিক্যাল জেল একটা নেইল স্টিকে নিয়ে নখের ওপর মেখে নিন। এই জেল কিন্তু শুধুই নখের জন্য। এর সঙ্গে স্টিকের কম ধারালো অংশ দিয়ে ঘষে নখের ওপর জমে থাকা ধুলাবালু কিংবা ডেড পার্ট তুলে ফেলুন। স্টিকের ধারালো অংশটি ব্যবহার করুন নখের ভেতরকার নোংরা পরিষ্কারের জন্য।

নখ পরিষ্কার হয়ে গেলে পানি দিয়ে মুছে নিন। এ তো গেল কিউটিক্যাল জেলের কাজ। এবার একটুকরা লেবু দিয়ে আবারও নখ পরিষ্কার করে নিন। লেবুর রসের কারণে নখ উজ্জ্বল দেখাবে।

পায়ের ত্বকের শুষ্কতা রোধে ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই
ছবি : কবির হোসেন

এবার ময়েশ্চারাইজার। ত্বকের শুষ্কতা রোধের জন্য ময়েশ্চারাইজারের কোনো বিকল্প নেই। এমনকি যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরাও সামান্য পরিমাণে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।