শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে, এখানে পাঁচটি কাজের অ্যাপের তালিকা দেওয়া হবে। তবে আমাদের চেষ্টা হলো যে অ্যাপগুলো আমরা নিয়মিত ব্যবহার করি, তার বাইরে কিছু অ্যাপের খোঁজ দেওয়ার চেষ্টা করা। যেমন গুগল ম্যাপস খুবই কাজের একটি অ্যাপ। মোটামুটি সব অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনেই অ্যাপটি থাকে এবং প্রয়োজন অনুযায়ী তা আমরা ব্যবহারও করি। তাই সেটির উল্লেখ এখানে আর করা হয়নি।
অ্যাডোবি লাইটরুমে ছবি সম্পাদনা
ছবি সম্পাদনায় আলোকচিত্রীদের প্রথম পছন্দ সম্ভবত অ্যাডোবি লাইটরুম। কম্পিউটার সফটওয়্যারের সব সুবিধা না মিললেও অ্যাপটিতে ছবি কাটছাঁট, আলো ঠিকঠাক করা, ইফেক্ট দেওয়াসহ অনেক কিছুই করা যায়।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: bit.ly/38eQ4gx
আইওএস: apple.co/38ID4h1
টুকিটাকি টুকে রাখুন এভারনোটে
নোট নেওয়ার অ্যাপ এভারনোট স্মার্টফোনে তো আছেই, পাওয়া যায় কম্পিউটারেও। অর্থাৎ ডিভাইস যেটাই হোক, এভারনোট ব্যবহার করা যাবে। লেখা-ছবি মিলিয়ে নোট নেওয়ার পাশাপাশি কর্মতালিকা তৈরি করা যায়। চাইলে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা যায়, আবার সবাই মিলেও কোনো নোট লেখা যায়।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: bit.ly/38eM93m
আইওএস: apple.co/2XaX73p
ডুয়োলিংগোতে নতুন ভাষার হাতেখড়ি
টুকটাক ইংরেজি জানলে নতুন আরও অনেক ভাষার প্রাথমিক শিক্ষা পাবেন ডুয়োলিংগো অ্যাপে। তা-ও বেশ সহজেই। সহজ প্রশ্নোত্তরে ধাপে ধাপে এগোতে হয়। কতটুকু শিখলেন, তা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন মাঝেমধ্যেই।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: bit.ly/3b9BR6g
আইওএস: apple.co/3hHyAwc
নাইকির অ্যাপে শরীরচর্চার হিসাব–নিকাশ
১৮৫ টির মতো শরীরচর্চা অনুশীলনের উপায় বাতলে দেবে নাইকি ট্রেইনিং ক্লাব। দিকনির্দেশনাও মিলবে এই অ্যাপ থেকে। শরীরচর্চার হিসাব–নিকাশ যত বেশি লিপিবদ্ধ করবেন, অ্যাপটি আপনার প্রয়োজন বুঝবে তত ভালো।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: bit.ly/3rRKU1H
আইওএস: apple.co/2MZWKE8
পাসওয়ার্ড মনে রাখার ভার লাস্টপাসের
লাস্টপাস হলো পাসওয়ার্ড ব্যবস্থাপনা অ্যাপ। অর্থাৎ আপনার হয়ে আপনার সব পাসওয়ার্ড মনে রাখবে। আবার নতুন কোনো ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধনের সময় কঠিন পাসওয়ার্ড ব্যবহারের প্রস্তাব করবে। বিশেষ করে ভুলে যাওয়ার ভয়ে যাঁরা এক পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করেন, লাস্টপাস তাঁদের জন্যই।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: bit.ly/2LmHtPE
আইওএস: apple.co/3osTlP7