২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নারী দিবসে সিটি উইমেন্স নেটওয়ার্ক চালু

নারী কর্মীদের সম্পৃক্ত করতে, তাঁদের উন্নয়নের সুযোগ বাড়াতে চালু হলো সিটি উইমেন্স নেটওয়ার্ক বাংলাদেশ। ৮ মার্চ সিটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ নেটওয়ার্কটির লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ঢাকার একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। এ সময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট এবং সিটি বাংলাদেশ ও শ্রীলঙ্কা’-এর কান্ট্রি লিগ্যাল কাউন্সেলর সামিউন আক্তার এবং সিটি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান নুজহাত আনোয়ার, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নারী কর্মকর্তাবৃন্দ।
রাশেদ মাকসুদ বলেন, ‘এই নেটওয়ার্ক চালু করতে পেরে আমরা খুব গর্বিত।’ সেদিন সিটি বাংলাদেশ তাদের সব কর্মী ও কর্মীদের স্ত্রীদের জন্য স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির আয়োজন করে।