২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তিন স্বাদের মম

স্বাস্থ্যকর ও সুস্বাদু—দুটি বিষয় থাকাতেই খাবার হিসেবে মম জনপ্রিয়তা পেয়েছে। বিকেলের খাবার হিসেবে বাড়িতেই বানিয়ে ফেলা যায় চটপট।

গরুর মম

উপকরণ: ময়দা দেড় কাপ, গরুর কিমা ১ কাপ, পেঁয়াজকুচি সিকি কাপ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, মিহি করে রসুনকুচি আধা চা-চামচ, আদাকুচি আধা চা-চামচ, সয়া সস আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজপাতাকুচি আধা কাপ।

গরুর মম

প্রণালি: ময়দার সঙ্গে সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ছোট ছোট লুচির মতো করে রুটি বানান। বিফ কিমার সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচা মরিচের কুচি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, পেঁয়াজপাতাকুচি, রসুনকুচি, আদাকুচি ও তেল একসঙ্গে মিলিয়ে ১০ মিনিট রেখে দিন। রুটির ভেতর কিমা ঢুকিয়ে নিন। এবার ভাপে রেখে ১০ মিনিট পর তুলে নিন। গরম-গরম পরিবেশন করুন।

মুরগির মম

মুরগির মম

উপকরণ: ময়দা দেড় কাপ, মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজকুচি সিকি কাপ, কাঁচা মরিচের কুচি ১ চা-চামচ, মিহি করে রসুনকুচি আধা চা-চামচ। সয়া সস আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, তেল সিকি টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতাকুচি ৪ টেবিল চামচ।

প্রণালি: ময়দার সঙ্গে সামান্য লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ছোট ছোট লুচির মতো করে রুটি বানান। মুরগির কিমার সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচা মরিচের কুচি, ধনেপাতাকুচি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, পেঁয়াজপাতাকুচি, রসুনকুচি ও তেল একসঙ্গে মিলিয়ে ১০ মিনিট রেখে দিন। রুটির ভেতর কিমা ঢুকিয়ে নিন। এবার ভাপে রেখে ১০ মিনিট পর তুলে নিন। গরম-গরম পরিবেশন করুন।

টুনা মম

টুনা মম

উপকরণ: ময়দা দেড় কাপ, টুনা মাছ ১টি ছোট টিন, পেঁয়াজকুচি সিকি কাপ, কাঁচা মরিচের কুচি ১ চা-চামচ, ফিশ সস আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, তেল ১ টেবিল চামচ, পেঁয়াজপাতাকুচি আধা কাপ, কালিজিরা আধা চা-চামচ।

প্রণালি: ময়দার সঙ্গে সামান্য লবণ, কালিজিরা ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ছোট ছোট লুচির মতো করে রুটি বানান। টুনা কিমার সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি, গোলমরিচের গুঁড়া, ফিশসস, পেঁয়াজপাতাকুচি, তেল ও অল্প কালিজিরা ফ্রাইপ্যানে দিয়ে হালকা ভেজে নিন।নামিয়ে ঠান্ডা করুন।রুটির ভেতর কিমা ঢুকিয়ে নিন। এবার ভাপে রেখে ১০ মিনিট পর তুলে নিন। গরম-গরম পরিবেশন করুন।