২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

তাঁরাই হবেন অনুপ্রেরণা

আগামী​ দিনের নেতৃত্বে আসুক তাঁরা
আগামী​ দিনের নেতৃত্বে আসুক তাঁরা

তাঁদের কাজ এগিয়ে নিয়ে গেছে তাঁদেরকে। সারা দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল-প্রতিষ্ঠিত নারীদের পুরস্কৃত করল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘আরএফএল ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর সফলতা তাঁর ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে। সেটি আবারও প্রমাণ করলেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি বিশেষ পুরস্কারসহ মোট ১৫টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ‘স্বপ্ন দেখতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে কোনো ছাড় দেওয়া যাবে না।’ ইন্সপায়ারিং করপোরেট লিডার অব দ্য ডিকেড পুরস্কার পাওয়ার পর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী এ কথা বলেন।
দেশের সাতটি অঞ্চল থেকে সাতজন সেরা উদ্যোক্তাকে দেওয়া হয় ‘ইন্সপায়ারিং রিজিওনাল লিডার’ পুরস্কার। কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পায় সেরা প্রতিষ্ঠানের পুরস্কার। পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান ‘ইন্সপায়ারিং ফিমেল এন্ট্রাপ্রেনিউর’ পুরস্কারে ভূষিত হন। ‘ইন্সপায়ারিং উইমেন ইন মিউজিক’
বিভাগে চিরকুট ব্যান্ডের শিল্পী শারমিন সুলতানা সুমি এবং ‘ইন্সপায়ারিং উইমেন ইন কালচার’ বিভাগে বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী পুরস্কার পান। এ ছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকজন নারীকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম, নাজিয়া আন্দালিব প্রিমা অনুষ্ঠানে বক্তব্য দেন।