২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কেমন ছিল নিশো, তৌসিফ, মনোজদের সাজপোশাক

২৭ মে সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। জমকালো সেই সাঁঝে শিল্পীরা সেজেছিলেন নানাভাবে, তা নিয়ে এবারের আয়োজন।

চিরচেনা নিশো

নিশো ছিল তাঁর চিরচেনা সাজে
ছবি: নকশা

গোলগলা কালো টি-শার্টের ওপর আফরান নিশো চাপিয়েছিলেন ছাইরঙা ক্যাজুয়াল ব্লেজার। সঙ্গে টেইলর প্যান্ট আর কালো জুতায় সেজেছিলেন এই জনপ্রিয় টিভি তারকা। আঙুল চালিয়ে এলোমেলো করে রাখা চুল, চাপা দাড়ি আর মাপা হাসিতে নিশো ছিলেন ফুরফুরে।

চেকে তৌসিফ

এই সাজপোশাকেই এসেছিলেন তৌসিফ
ছবি: নকশা

তৌসিফ পরেছেন একসট্যাসির সাদা শার্ট। শার্টের বোতামের অংশের বর্ডারের সঙ্গে মিলিয়ে একই নকশার স্যুট ও প্যান্ট পরেছিলেন এই অভিনেতা। ছাইরঙা স্যুট ও প্যান্ট ছিল চেকের ডিজাইন করা। পায়ে পরেছেন অ্যাডিডাস স্নিকার। আজারো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেছিলেন তৌসিফ। হাতে পরেছেন মাইকেল কোর্সের ঘড়ি।

ছিমছাম মনোজ

এই সাজেই স্বাচ্ছন্দ্যবোধ করেন মনোজ
ছবি: নকশা

ক্যাজুয়াল লুকে থাকতে পছন্দ করেন তরুণ অভিনেতা মনোজ প্রামাণিক। মেরিল-প্রথম আলোর আয়োজনেও এই সাজে ছিলেন তিনি। টি-শার্টের সঙ্গে হালকা রঙের স্যুট পরেছেন। প্যান্ট-জুতার সঙ্গে মিলিয়ে ঘড়ি পরেছেন মনোজ।

দেশীয় পোশাকে রওনক

রওনকের পোশাকে নীলের প্রাধান্য
ছবি: নকশা

নাট্য অভিনেতা রওনক হাসান পরেছেন ধুতি আর পাঞ্জাবি। পাঞ্জাবি ব্যক্তিগতভাবে অনেক পছন্দের পোশাক। তাই উৎসবে পাঞ্জাবি পরতেই বেশি পছন্দ করেন রওনক হাসান। নীল রঙের পাঞ্জাবি পরার কারণ হিসেবে জানান, ‘মেরিল-প্রথম আলো যেহেতু অনেক রঙিন আয়োজন, তাই সবার ভেতর নিজেকে একটু আলাদা করে রাখতেই নীল রঙের পাঞ্জাবি পরেছি।’

জ্যাকেটে ইমরান

ইমরানের জ্যাকেটের বোতাম নজড় কাড়ে
ছবি: নকশা

টি-শার্টের ওপর জ্যাকেট পরেছেন গায়ক ইমরান। দশ বোতাম আর চেইনের সমন্বয়ে কালো জ্যাকেটটি বেলজিয়াম থেকে কেনা। ব্যাকব্রাশ করা চুলের সঙ্গে বেশ মানাচ্ছিল। একসট্যাসি ব্র্যান্ডের প্যান্ট, পায়ে ছিল আরমানি ব্র্যান্ডের জুতা। হাতে ছিল এক ভক্তের কাছ থেকে উপহার পাওয়া ব্রেসলেট।

হাসিখুশি সায়মন

কালো শার্ট, ছাইরঙা কোট আর জিনস প্যান্ট। পায়ে ছিল কালো জুতা। কোমরে দেশে তৈরি চামড়ার বেল্ট। সায়মন সাদিক হাতে ব্রেসলেট পরতে ভালোবাসেন। হালকা সোনালি ব্রেসলেট, কালো গোল ফ্রেমের চশমা পরে‍ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজনে এসেছিলেন এ নায়ক।

ঝাঁকড়া চুলে অনিমেষ

অনুষ্ঠানে খোলা চুলেই গান গান অনিমেষ
ছবি: নকশা

কোক স্টুডিও বাংলার ‘নাসেক নাসেক’খ্যাত শিল্পী অনিমেষ রায় কালো টি-শার্টের সঙ্গে খাদি কাপড়ের কোটি পরেছিলেন। কোটিতে ব্যবহার করা হয়েছে কালো, সোনালি ও ছাই রং। জিনসের প্যান্টের সঙ্গে মিলিয়ে পায়ে পরেছেন চকলেট রঙের জুতা। হাতে ছিল সোনালি ব্রেসলেট।

স্টাইলিশ নাঈম

নাঈমের সাজে ছিল দেশীয় ব্র্যান্ডের পোশাক
ছবি: নকশা

ছোট পর্দার অভিনেতা নাঈম এবার একটু ক্যাজুয়াল পোশাকের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। একসট্যাসি ব্র্যান্ডের নীল শার্টের সঙ্গে ছিল সাদা ট্রাউজার। হাতে বাদামি ঘড়ি। পোশাকগুলো পরেছেন একটু আরামের কথা মাথায় রেখে। ক্লার্ক ব্র্যান্ডের বাদামি জুতা পরেছিলেন নাঈম। বেল্ট ছিল অ্যাপেক্সের।

নিজস্ব স্টাইলে ইয়াশ

ইয়াশের সাজ
ছবি: নকশা

ক্যাজুয়াল সাজে এসেছিলেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান। বাদামি জ্যাকেট, সাদা শার্ট আর কালো ট্রাউজারের সঙ্গে অ্যাপেক্সের কালো জুতা বেছে নিয়েছিলেন। হালকা দাড়ির সঙ্গে চুলের স্টাইলে ছিল স্নিগ্ধতার ছোঁয়া।